ওমিক্রণের বাড়বাড়ন্ত সারাদেশে, বাড়ছে আতঙ্ক, বাড়ছে উদ্বেগ জাতীয় শরীর-স্বাস্থ্য December 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার নতুন প্রজাতি ওমিক্রণ সময়ের সাথে সাথে আতঙ্ক বাড়িয়ে তুলছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে অন্তত তিন গুণ বেশি সংক্রামক এই ওমিক্রন। ধীরে ধীরে ওমিক্রণ ভারতে কিন্তু থাবা বাড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ, চিকিৎসকরা। বুধবার ভারতে ওমিক্রণের আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 213তে। দিল্লি এবং মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। আশঙ্কা ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠেছে, আগামী দিনে কি আবারও করোনার এই নতুন প্রজাতি মহামারীর আকার ধারণ করবে? একই সাথে প্রশ্ন উঠছে, করোনা আটকাতে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সবাইকে, তা ওমিক্রণের ওপর কতটা কার্যকর হবে? তা নিয়ে অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন রাজ্যসভায়, ওমিক্রন নিয়ে সরকারের হাতে খুব কম তথ্য রয়েছে। বর্তমানে যেসব ভ্যাকসিন আছে তা ওমিক্রণ আটকাতে পারবে কিনা তা নিয়ে বিশেষ কিছু তথ্য আপাতত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হাতে নেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে স্বাস্থ্যসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রণকে আটকাতে কড়া বিধিনিষেধ আরোপ করতে হবে প্রত্যেকটি রাজ্যতে। আপাতত জানা গেছে, দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন, করোনার এই নতুন প্রজাতি অত্যন্ত ভয়ঙ্কর। তাই আগের মতোই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কোনরকম অসাবধানতা বড়োসড়ো বিপদের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আপনার মতামত জানান -