এখন পড়ছেন
হোম > রাজ্য > ওমিক্রণ আটকাতে ফের লকডাউন রাজ্যে? একি বললেন মমতা!

ওমিক্রণ আটকাতে ফের লকডাউন রাজ্যে? একি বললেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। যেভাবে ওমিক্রণে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, তাতে কড়াকড়ি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও দিন কে দিন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন প্রজাতির বাড়বাড়ন্ত আটকাতে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার? আজ এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখনই কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। তবে ভবিষ্যতে কড়া বিধিনিষেধ প্রয়োগ করা হতে পারে বলেও সম্ভাবনা জিইয়ে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, আজ নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সর্তকতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। তবে এখনই বিধিনিষেধের দরকার নেই। কিন্তু যদি প্রয়োজন পড়ে, তাহলে ওমিক্রণকে আটকাতে কড়া বিধিনিষেধ জারি করা হতে পারে। নবান্নের তরফ থেকে সমস্ত রকম পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ওমিক্রণকে আটকাতে আবার নতুন করে কড়াকড়ি তৈরি হতে পারে রাজ্যে? আবার কি হতে পারে লকডাউনের মত পরিস্থিতি! মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে এই জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে এবার কড়াকড়ি হলেও সেই রকম করে রাজ্য অচল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!