এখন পড়ছেন
হোম > জাতীয় >  “ওনার সময়েও হয়েছে” রেল দুর্ঘটনা নিয়ে মমতাকে চাপে ফেললেন দিলীপ!

 “ওনার সময়েও হয়েছে” রেল দুর্ঘটনা নিয়ে মমতাকে চাপে ফেললেন দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুক্রবার ওড়িশার বালেশ্বরে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। আর এই মর্মান্তিক দৃশ্য রীতিমতো ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। সরকার সাধ্যমত উদ্ধার কার্যের চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে রেলের পরিকাঠামো ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ব্যাপারেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “ওনার এসব বলা অভ্যেস হয়ে গিয়েছে। উনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখনও সপ্তাহে দুর্ঘটনা হতো। এখন অনেক কমে গিয়েছে। এখন বছরে একটা হয়েছে। রেল এবং কেন্দ্রীয় সরকার তাকে সামাল দেওয়ার চেষ্টা করছে।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় যে রেল দুর্ঘটনা হয়নি, তা একেবারেই নয়। বরঞ্চ সেই সময় বর্তমান সময় থেকে অনেক বেশি দুর্ঘটনা হতে বলে অভিযোগ বিজেপি সাংসদের। তবে এখন এই ঘটনার সময় রেলমন্ত্রককে দায়ী করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন বাংলার প্রশাসনিক প্রধান বলেই বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!