এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > ‘ওনার তো জেলে থাকার কথা’ নাম না করে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক সিপিএমের সূর্যকান্ত!

‘ওনার তো জেলে থাকার কথা’ নাম না করে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক সিপিএমের সূর্যকান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য রাজনীতিতে নির্বাচনের দামামা যখন বেঁচে গিয়েছে, তখন থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা কার্যত চোখে পড়ার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুই দলের শীর্ষ স্তরের নেতা নেত্রীরা একে অপরকে উদ্দেশ্য করে নানা অভিযোগ করতে শুরু করেছেন। রাজ্যে যেমন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, তেমনই বিজেপি সরকার গোটা দেশকে বেঁচে দিচ্ছে বলে পাল্টা সরব হতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই পরিস্থিতিতে দুই যুযুধান দু’পক্ষের লড়াইয়ে যখন টালমাটাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই দুই পক্ষকে আক্রমণ করে শোরগোল তুলে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এবার ডেবরায় নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রীর জেলে থাকা উচিত বলে বিস্ফোরক মন্তব্য করলেন এই সিপিএম নেতা।

সূত্রের খবর, এদিন পশ্চিম মেদিনীপুর ডেবরায় নির্বাচনী প্রচারে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আর সেখানেই রাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্যের নানা বিষয় তুলে ধরা এবং বিকাশ প্রসঙ্গে কথা বলা নিয়ে কটাক্ষ করেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেন, “স্বাধীনতার পর যা হয়েছিল, তার প্রত্যেকটা ধ্বংস করেছেন। প্রতিরক্ষা, ব্যাংক-বীমার মত রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেছেন। ও একটা লোক! ওর তো জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে, হোম মিনিস্টার হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই জানে, গুজরাট দাঙ্গার জন্য কারা দায়ী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই নির্বাচনের মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে সিপিএমের সূর্যকান্ত মিশ্রের এই ধরনের মন্তব্য যে এখন কার্যত শোরগোল ফেলে দেবে রাজ্য রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না।পর্যবেক্ষকদের মতে, অতীতে লোকসভা নির্বাচনের সময়ে কখনো প্রধানমন্ত্রীকে থাপ্পর দেওয়া, আবার কখনও বা কোমরে দড়ি পড়ানোর কথা বলে বেলাগাম মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এবারের বিধানসভা নির্বাচনের প্রধান লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তাই মাঝেমধ্যেই অসংলগ্ন কথা বলতে দেখা যাচ্ছে দুই রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। কিন্তু এবার যুযুধান দু’পক্ষের লড়াইয়ের মাঝে তারা যে কোনো মতেই অপ্রাসঙ্গিক নয় তা বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমতো শোরগোল তুলে দিলেন তিনি। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর জেলে থাকা উচিত বলে গুজরাট দাঙ্গার কথা তুলে ধরে যে কথা বললেন সূর্যবাবু, তাতে নতুন করে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!