এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল-শুভেন্দু-রাজীব! বিজেপির তৃণমূল ‘অধিগ্রহণ’ শুরু? এরপর ‘টার্গেট’ কে? নেপথ্য কারণ কি?

মুকুল-শুভেন্দু-রাজীব! বিজেপির তৃণমূল ‘অধিগ্রহণ’ শুরু? এরপর ‘টার্গেট’ কে? নেপথ্য কারণ কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেকেই বলতে শুরু করেছেন, সিঙ্গুর আন্দোলনের কায়দায় ঠিক যেভাবে বামেরা জমি অধিগ্রহণ করেছিল, ঠিক একইভাবে বর্তমানে তৃণমূল কংগ্রেসকে অধিগ্রহণ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। প্রায় প্রতিনিয়ত একের পর এক নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে।

যার ফলে এটা বললে খুব একটা অপরাধ হবে না যে, তৃণমূলের গোটা পরিবার এখন বিজেপির হাতে চলে যেতে শুরু করেছে। মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এমনকি সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। যার ফলে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরের। আর এই সমস্ত কিছু দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল দলটা এখন সম্পূর্ণরূপে বিজেপি অধিগ্রহণ করে নিচ্ছে।

তবে এখনও পর্যন্ত পুরো তৃণমূল কংগ্রেস দল অবশ্য অধিগ্রহণ হয়নি। অনেকে বলছেন, এই তৃণমূল দল অধিগ্রহণ হওয়ার পেছনে প্রধান কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে উত্থান। যা মেনে নিতে পারছেন না এক পক্ষ। আর তার কারণেই একের পর এক জেলা থেকে হেভিওয়েট নেতা থেকে শুরু করে মন্ত্রীরা এখন পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে অনেকে বলছেন, তৃণমূল থেকে যদি নেতারা এইভাবে বিজেপিতে যেতে শুরু করেন, তাহলে ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় আসলে এরাই প্রধান মুখ হিসেবে সামনের সারিতে দাঁড়াতে শুরু করবে। তাহলে পরিবর্তনটা হল কোথায়? একাংশ বলছেন, নেতা বা কর্মী তো আর মঙ্গলগ্রহ থেকে আসবে না। বিগত বাম সরকারের আমলে শেষের দিকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছিলেন বামেদের হেভিওয়েট নেতা কর্মী। আর তাদের সাথে নিয়েই রাজ্যে পরিবর্তন এসেছিল।

ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে রাজ্যের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে ভারতীয় জনতা পার্টি উঠে পড়ে লেগেছে। এক্ষেত্রে তাদের প্রধান টার্গেট শাসকদলের ঘর ভাঙ্গা। ঠিক যে কায়দায় তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছিল, সেই একই কায়দায় এখন বিজেপি চেষ্টা করছে, তৃণমূলের হেভিওয়েট নেতা এবং গ্রহণযোগ্য মুখদের নিজেদের দিকে নিয়ে আসা।

আর তার কারণেই অনেকে কৌতুক করে বলতে শুরু করেছেন, তাহলে কি তৃণমূল কংগ্রেস পরিবার এবার বিজেপির কাছে অধিগ্রহণ হয়ে গেল? তবে রাজ্যের ক্ষমতায় আসতে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাকে বিজেপি নিজেদের দিকে নিয়ে গেলেও, তা বিজেপির পক্ষে কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!