এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ‘কথামত’ মুর্শিদাবাদকে এবার সত্যি সত্যিই বিরোধীশূন্য করে ছাড়লেন শুভেন্দু অধিকারী

‘কথামত’ মুর্শিদাবাদকে এবার সত্যি সত্যিই বিরোধীশূন্য করে ছাড়লেন শুভেন্দু অধিকারী

একদা অধীর চৌধুরীর গড় হিসাবে খ্যাত মুর্শিদাবাদ জেলায় এখন শুধুই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অগ্রগতি। তৃনমূলের তরফে জেলা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ত্ব পেয়েই এখানে ঘাসফুল ফোটানোর কাজটি নিজের মত করে করে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পঞ্চায়েত নির্বাচনের পরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এখানে বিরোধীশূন্য বোর্ড গঠন করা হবে। আর সেই কথামত মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় জয়ী জেলাপরিষদের একমাত্র কংগ্রেস সদস্য আসিফ ইকবাল তৃনমূলে নাম লেখানোয় কার্যত নিশ্চিহ্ন হয়ে পড়ল কংগ্রেস তথা বিরোধীরা। অনুব্রত মন্ডলের বীরভূমের পর এবার রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বপ্ন সত্যি করে অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদও হল বিরোধীশূন্য।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এতেই চরম উচ্ছসিত হয়ে জেলা পরিষদের তৃনমূল সদস্য মোশারফ হোসেন মন্ডল বলেন, শুভেন্দুবাবু আমাদের কোচ। তাই তাঁর কথামত বিরোধীশূন্য জেলা পরিষদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবই। কংগ্রেসের এক জয়ী সদস্য তৃনমূলে যোগ দিচ্ছেন। এতে জেলার উন্নয়ন আরও তরান্বিত হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই মুর্শিদাবাদের তিন কংগ্রেস বিধায়ক যোগ দেবেন তৃনমূলে। এঁদের মধ্যে অন্যতম ফারাক্কার বিধায়ক মইনুল হকের ভাইপো এই আসিফ ইকবাল। বিধায়ক দলত্যাগের ঘোষনা করায় তাঁর ভাইপো তথা এই জেলার একমাত্র কংগ্রেস থেকে জয়ী জেলা পরিষদ সদস্যও শাসকদলে নাম লেখালেন। এ প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, স্থানীয় বাসিন্দাদের দাবি মেনেই তৃনমূলে যোগ দিচ্ছি। আগামী ২১ জুলাই কাকা মইনুল হকের সাথেই তৃনমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে তৃনমূলের পতাকা হাতে তুলে নেব। তবে এভাবে শাসকদলে যোগ দিয়ে কংগ্রেসের সাথে প্রতারনা করা যে মুর্শিদাবাদের মানুষ ভালোভাবে গ্রহন করবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মহফুজ আলম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!