এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > এক বছর আগেই করোনার ভবিষ্যবাণী করা বিস্ময় বালক জানিয়ে দিল – কবে বিদায় নেবে করোনা অতিমারী!

এক বছর আগেই করোনার ভবিষ্যবাণী করা বিস্ময় বালক জানিয়ে দিল – কবে বিদায় নেবে করোনা অতিমারী!


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু ( Spanish flu )  এর পর সারা দুনিয়াকে সংকটের মুখে এনে ফেলেছে আজকের করোনা ভাইরাসের প্রভাব। আজকের প্রজন্ম যাদের কাছে বাইরের দুনিয়াই জীবন, সেখানে ৮ থেকে ৮০ সবাই আজ গৃহবন্দি। বাইরের জগতের সঙ্গে সম্পর্ক হারিয়েছি অনেকগুলো মাস পেরিয়ে গেলো। তবে কেউ কি জানতো যে আজ থেকে আ আরো কিছু মাস আগে গতবছরই পাওয়া গিয়েছিল এই মারণ সংকটের পূর্বাভাস।

ইউটিউব চ্যানেল এ ‘ Severe Danger To The World From Nov 2019 To April 2020’ নামের ওই ভিডিওটি তে অভিজ্ঞ আনন্দ নামের একটি ছেলে গতবছরই এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিল। ভিডিও টি থেকে জানা যায় যে সে জানিয়েছিল গতবছর ইরান সহ বিভিন্ন দেশ যুদ্ধের সম্মুখীন হবে এবং তার প্রভাব অর্থনীতির দিক থেকে ভারতবর্ষে পড়বে। শুধু তাই নয় সে আরও জানায় একটি মারণ রোগের কথা, যে রোগের প্রভাবে মানব জাতির অস্তিত্ব সংকটে পড়বে।

তবে এর থেকে বাঁচার জন্যও কিছু উপায় তিনি জানিয়েছেন। যেমন –

* পুষ্টিকর খাবার খেতে হবে।
*দেহের প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে
* নিয়মিত তুলসি পাতা খাওয়ার কোথাও তিনি জানিয়েছেন।
* এছাড়া জলে আদা, কাঁচা হলুদ ও জোয়ান ফুটিয়ে তার ভাপ নিলে তা উপকারে আসবে বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আশ্বাস দিয়েছেন যে ভ্যাকসিন আবিষ্কার হবে এবং ৩১শে মে এর পর আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে এই মহামারি। মানুষের জীবযাত্রা স্বাভাবিক হবে। তবে ২০২০ এর ডিসেম্বর থেকে ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত আর ও একটি সংকটের কথা তিনি জানিয়েছেন। তবে সেটা থেকেও মুক্তি মিলবে এমন আশ্বাসও তিনি দিয়েছেন।

এত অল্প বয়েসের একটি ছেলের এহেন ভবিষ্যৎবানী তে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়াতে। তবে তার আগের মত এবারের ভবিষ্যতবাণী ও সঠিক হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। বিশ্বের এই অসময়ে যদি সত্যিই আশার আলো দেখাতে পারে এই ছোট ছেলেটি তবে ক্ষতি কি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!