এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  “অনেক কথা বলতেন, সেগুলো বাইরে আনতে চাই না” বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতিমেদুর মমতা!

 “অনেক কথা বলতেন, সেগুলো বাইরে আনতে চাই না” বুদ্ধদেবের প্রয়াণে স্মৃতিমেদুর মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনৈতিকভাবে একে অপরের অন্যতম প্রধান প্রতিপক্ষ ছিলেন দুজনেই। তবে আজ পূর্বসূরী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সাত সকালে বুদ্ধবাবুর বাড়িতে পৌঁছে তাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আর তারপরেই রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও, তাদের দুজনের মধ্যে সম্পর্ক যে অত্যন্ত ভালো ছিল, সে কথা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াত হওয়ার খবর পেয়েই তড়িঘড়ি তার পাম অ্যাভিনিউয়ের বাসভবনে পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর বিভিন্ন সময় আলাপচারিতার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তিনি যখন অসুস্থ ছিলেন, আমি বহুবার এসেছি, তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। অনেক আলোচনা হয়েছে। কিন্তু আজকের দিনে আর সেসব প্রকাশ্যে বলতে চাই না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!