এখন পড়ছেন
হোম > জাতীয় > অনেক সুযোগ পেয়েও জনতাকে শুধুই ধোঁকা? বর্তমান মুখ্যমন্ত্রীকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন!

অনেক সুযোগ পেয়েও জনতাকে শুধুই ধোঁকা? বর্তমান মুখ্যমন্ত্রীকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কিছুদিন বাকি। তার পরেই শুরু হতে চলেছে বিহার বিধানসভার নির্বাচন। কিন্তু তার আগে সেখানকার রাজনৈতিক আবহাওয়া ক্রমশ গরম হতে শুরু করেছে। এবার ভোটের ময়দানে তাকে দেখা না গেলেও, বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করতে পারলেন না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন লালুপ্রসাদ যাদব।

যেখানে নীতীশ কুমারকে আক্রমণ করে তিনি লেখেন, “মুখ্য-নৌকা(সুযোগ) মন্ত্রীজি ও উপ মুখ্য-ধোকা(প্রতারণা) মন্ত্রীজি, জনগণ আপনাদের অনেক সুযোগ দিয়েছে। আর আপনারা তাদের ধোঁকা দিয়েছেন।” স্বাভাবিক ভাবেই প্রচারে নামতে না পারলেও যেভাবে লালুপ্রসাদ যাদব টুইটে সরব হলেন, তাতে নীতীশ কুমারের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করায় সেখানকার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হতে শুরু করল বলেই দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলে রয়েছেন লালুপ্রসাদ যাদব। তবে তার পুত্র তেজস্বী যাদব সভা-সমিতির মধ্যে দিয়ে বিজেপি এবং নীতীশ কুমারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন। আর এই পরিস্থিতিতে জেলে থাকা সত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল লালুপ্রসাদ যাদবকে। ইতিমধ্যেই লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব নির্বাচনী ময়দানে নেমে রাজ্যের 10 লক্ষ মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যার পাল্টা তাকে কটাক্ষ করেছেন নীতীশ কুমার। যেখানে তিনি প্রশ্ন করেছেন যে, এই দশ লক্ষ চাকরি দেওয়ার টাকা আসবে কোথা থেকে! স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সেখানে। আর এই পরিস্থিতিতে লালুপ্রসাদ যাদব টুইট করে সেই নীতীশ কুমারকে কাঠগড়ায় তোলায় নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সব মিলিয়ে বিহার বিধানসভা নির্বাচনের আগে লালুপ্রসাদ যাদবের এই টুইট শাসক-বিরোধী তরজাকে অনেকটাই বাড়িয়ে দিল বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!