এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে অনলাইন ক্লাস! আপনার বাচ্ছা ঠিকমত বুঝছে তো? খেয়াল রাখুন এই ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়!

লকডাউনে অনলাইন ক্লাস! আপনার বাচ্ছা ঠিকমত বুঝছে তো? খেয়াল রাখুন এই ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে ভরতের অবস্থা ক্রমশ ভয়াবহ থেকে ভয়াবহের দিকে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। কারন করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলা রাখা সম্ভব নয়। তাই ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের ছাত্র ছাত্রীর স্কুলে গিয়ে পড়াশোনায় অভ্যস্ত হয়েছে কিন্তু বতর্মান পরিস্থিতিতে স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়।

তাই বিকল্প হিসেবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে এই অনলাইনে ক্লাসে শিশুরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা বা ক্লাসের নিয়ম শৃঙ্খলা মানছে কিনা বা পড়াশোনা করচে কিনা এই সব বিষয় গুলি অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।অনলাইনে ক্লাস চলাকালীন শিশুরা যদি কোনো ভুল ত্রূুটি করো থাকে তবে তাকে ক্লাসের শেষে বুঝিয়ে বলতে হবে।ক্লাস চলাকালীন অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে যাতে করে শিশু পড়াশোনা ঠিক মতো করছে কিনা।তাছাড়া শিশু যাতে ক্লাস চলাকালীন নিয়ম শৃঙ্খলা মানে তার দিকটিও লক্ষ্য রাখতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া শিশু প্রতিদিনে পড়া প্রতিদিন করছে কিনা তাও অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। অনলাইন ক্লাসে শিশু যাতে করে স্কুলের পোশাক পরে ক্লাস করে সেই বিষয়টিও অভিভাবকে দেখতে হবে।এক কথায় শিশুর মনে ঢোকাতে হবে স্কুলে যেমন নিয়ম শৃঙ্খলা মানতে হয় সেই মতো এই অনলাইন ক্লাসেও নিয়ম শৃঙ্খলা মানতে হবে।অনলাইন ক্লাসের সময় অডিও মিউট রাখতে হবে এই বিষয় গুলি অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।

শিশুরা এতদিন পর্যন্ত স্কুলে পড়াশোনা করতে অভ্যস্ত ছিলো। তাই অনলাইন ক্লাসের সাথা তাদের খাপ খাওয়াতে একটু দেরি হবে।এই ব্যপারটা অভিভাবকদের বোঝাতে হবে।অভিভাবককে লক্ষ্য রাখতে হবে শিশু ফোনের প্রতি আসক্ত বেশি না হয়।
কথায় আছে মানুষ হল অভ্যাসের দাস।তাই পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হবে। পরিস্থিতিকে পরিবর্তন করা যায় না তাই পরিস্থিতিকে মেনে নিয়ে মানুষকে সেই মতো কর্মপন্থা নিতে হবে। যাইহোক যেহেতু করোনা পরিস্থিতিতে স্কুলে যাওয়া সম্ভব নয় তাই অনলাইনের মাধ্যমে ক্লাস করতে শিশুদের অভ্যস্থ হতে হবে।এই বিষয়টি অভিভাবকরা শিশুদের বোঝাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!