এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনে অনলাইনে মদ কিনতে গিয়ে বড়সড় প্রতারণার শিকার মহিলা! খোয়ালেন ৬০ হাজার টাকা!

লকডাউনে অনলাইনে মদ কিনতে গিয়ে বড়সড় প্রতারণার শিকার মহিলা! খোয়ালেন ৬০ হাজার টাকা!


করোনা সংক্রমণ এড়াতে এই মুহূর্তে বিশ্বজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। ভারতেও গত 24 শে মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন, চলবে আগামী 14 ই এপ্রিল পর্যন্ত। এরমধ্যে স্কুল-কলেজসহ অফিস কাছারি, ব্যবসা বাণিজ্য, দোকান বাজার, হাট সবকিছু বন্ধ। খুব স্বাভাবিক ভাবেই মদের দোকানও লকডাউন এর ফলে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু নিজের নির্বুদ্ধিতার কারণে এই লকডাউন এর মধ্যেই মদ কিনতে গিয়ে এক মহিলা খোয়ালেন 60 হাজার টাকা।

নিত্যদিন যারা মদ্যপানে আসক্ত, এই লকডাউন এর ফলে তাঁরা অত্যন্ত বিপদে পড়েছেন বলেই মনে হচ্ছে এই ঘটনা থেকে। সম্প্রতি মুম্বাইয়ের গামদেবি এলাকায় এক মহিলা মদ কেনার জন্য এক ব্যক্তিকে নিজের ক্রেডিট কার্ডের ডিটেলস এবং ওটিপি শেয়ার করেছিলেন। ফলস্বরূপ, ওই মহিলার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 60 হাজার টাকা উধাও হয়ে যায় বলে খবর। সূত্রের খবর, গামদেবী এলাকার বাসিন্দা ওই মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত।

পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে তিনি বলেন, রাতে যাতে ভালো ঘুম হয় তার জন্য তিনি প্রতিদিন একটু করে মদ খান। লকডাউন এর কারণে মদের দোকান বন্ধ হওয়ায় তিনি পড়েছেন সমস্যায়, রাতে ঘুম প্রায় উধাও হওয়ার পথে। এই সমস্যা মেটাতে তিনি বেশ কয়েকজন বন্ধুর দ্বারস্থ হন। তাঁদের মধ্যেই এক বন্ধু একটি ফোন নাম্বার দেন, যেখানে যোগাযোগ করে এক ব্যক্তিকে পাওয়া যায়। গত 4 এপ্রিল ওই মহিলা উক্ত ফোন নাম্বারে ফোন করে একটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, ব্যক্তিটি নিজের পরিচয় দেন না বরং তিনি জানান, বাড়িতে মদ ডেলিভারি করে দিতে পারবেন তিনি কিন্তু তার জন্য তাঁকে আগাম পেমেন্ট করতে হবে। এর পরেই ওই ব্যক্তি মহিলার কাছে ক্রেডিট কার্ডের ডিটেলস এবং ওটিপি নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম দফায় মহিলার কাছে মেসেজ আসে 19 হাজার টাকা চার্জ হয়েছে। এরপর ঐ ব্যক্তি মহিলাকে ফোন করে জানায় ভুল টাকা কাটা হয়েছে তাই দ্বিতীয়বার ওটিপি শেয়ার করার কথা বলেন। এবং দ্বিতীয়বার উক্ত মহিলা আবারও ওটিপি শেয়ার করেন। এরপরে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে 41 হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তৃতীয় বার ওই ব্যক্তি ফোন করে আবার মহিলাকে বলেন ভুল টাকা কাটা হয়েছে এবং সেটি ফেরানোর জন্য তৃতীয়বার ওটিপি শেয়ার করতে বলেন। সৌভাগ্যবশত মহিলা এবার বুঝতে পারেন, তাঁর সাথে প্রতারণা করা হচ্ছে। এরপর তিনি পুরো ঘটনাটি তাঁর স্বামীকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে।

ওই মহিলার বন্ধুটিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখান থেকে ওই প্রতারক ব্যক্তির ফোন নাম্বার পান গামদেবির ওই মহিলা। এমনিতেই করোনার জন্য সরকারি নির্দেশে সবাই বাড়িতে বসে আছে। ইচ্ছা থাকলেও প্রত্যেকেই বাইরে বেরোতে রীতিমতো আতঙ্কিত। এই অবস্থায় কিছু মানুষের শখ-আহ্লাদ তাঁকে যে বড় বিপদের সামনে ফেলে দেবে, তার উদাহরণ হল গামদেবীর এই ঘটনা। বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা সাধারণ মানুষের জন্য এক বড় শিক্ষা। আপাতত করোনা সংক্রমণ আটকাতে লকডাউন এর মেয়াদ আরও বাড়বে কিনা সে প্রসঙ্গে সরকারি বিবৃতি দিয়ে জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর কয়েক দিনের মধ্যেই। ততদিন পর্যন্ত বাড়িতে থাকাই উপযুক্ত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!