এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > অনলাইন নির্ঘণ্ট প্রকাশ করে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, আশায় চাকরি-প্রার্থীরা!

অনলাইন নির্ঘণ্ট প্রকাশ করে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, আশায় চাকরি-প্রার্থীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের দরজা খুলে দিয়েছিল রাজ্য সরকার। যেখানে প্রাথমিকে 10 হাজার 500 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো করেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কবে নির্ঘণ্ট প্রকাশ করা হবে, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। অবশেষে কিছুদিন আগেই জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর সেই মতো করেই এবার ওয়েবসাইটে প্রকাশ করা হল নির্ঘণ্ট ও প্রক্রিয়া। স্বাভাবিক ভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে একধাপ এগিয়ে গেল, তা বলাই যায়। ইতিমধ্যেই এই নির্ঘণ্ট প্রকাশের পর রীতিমতো তৎপরতা শুরু হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।

সূত্রের খবর, এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নির্ঘণ্ট প্রক্রিয়াকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়েছে, আগামী 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অনলাইনে প্রার্থীরা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের জেলা ঠিক করে নিতে পারবেন। বলা বাহুল্য, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনলাইনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তর থেকে নিয়োগপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কিছুদিন আগেই সমস্ত নির্ঘণ্ট প্রকাশের বিজ্ঞপ্তি নিয়ে বড় ঘোষণা করেছিলেন। আর সেই মতো করেই বিন্দুমাত্র দেরি না করে এবার প্রকাশিত হয়ে গেল সেই নির্ঘণ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের কথা মত অনলাইনে এই নির্ঘণ্ট প্রকাশ করার সাথে সাথেই খুশির আবহ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। দ্রুত এই ব্যাপারে প্রাথমিক স্কুলগুলোতে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যার জেরে ব্যাপক খুশি বেকার যুবক-যুবতীরা। মূলত, দীর্ঘদিন ধরেই রাজ্যে আটকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি এই ব্যাপারে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাথমিকের ক্ষেত্রে জটিলতা না হলে, উচ্চ প্রাথমিক নিয়ে মামলার ফলে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছে। আর এর মাঝেই নির্ঘণ্ট প্রকাশ করে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!