ওপার বাংলায় মন্দির ভাঙছে জেহাদীরা! “নতুন করে সাজাব” এপার থেকে প্রতিজ্ঞা শুভেন্দুর! বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য January 25, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ওপার বাংলায় যেভাবে সাম্প্রতিককালে হিন্দুরা নির্যাতিত হয়েছেন, যেভাবে মন্দিরের ওপর আক্রমণ নেমে এসেছে, তাতে ওপারের সনাতনীরা মোটেই ভালো নেই। এমনকি এপারের যারা হিন্দু, তারাও ওপারের পরিস্থিতি নিয়ে রীতিমত উদ্বিগ্ন। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের সভা থেকে ওপার বাংলায় যে সমস্ত মন্দিরের ওপর অত্যাচার হয়েছে, তা নতুন করে সাজানোর প্রতিজ্ঞা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদে লালবাগে একটি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যত মন্দির চট্টগ্রামে, বরিশালে, রংপুরে ভেঙেছে, নতুনভাবে সেগুলো সাজাব। আপনারা দেখতে পাবেন। মোদীজির নেতৃত্বে যদি আমরা ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে রাম মন্দির স্থাপন করতে পারি, তাহলে এই কাজও করতে পারব।” আপনার মতামত জানান -