এখন পড়ছেন
হোম > রাজ্য > অপেক্ষা করতে নারাজ “ইয়াস”, এগিয়ে এল দুর্যোগের সময়সীমা!

অপেক্ষা করতে নারাজ “ইয়াস”, এগিয়ে এল দুর্যোগের সময়সীমা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যত সময় যাচ্ছে, ততই ভয়াবহ দুর্যোগের গতিপথের বদল হতে শুরু করেছে। প্রথমে কথা ছিল, বুধবার সন্ধ্যায় তা আছড়ে পড়তে পারে। আর এবার সেই ভয়াবহ ঝড় আছড়ে পড়ার সময় অনেকটাই এগিয়ে এল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অর্থাৎ হাতে সময় যে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এবং আতঙ্ক যে আরও গ্রাস করছে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই যে সমস্ত জায়গায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গায় জারি করা হয়েছে সতর্কবার্তা। বিপদগ্রস্ত জায়গা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং।

সূত্রের খবর, আজ আবারও ইয়াসের গতিপথ সম্পর্কে সকলকে অবহিত করে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে জানা গিয়েছে, বুধবার সকাল 10 টা থেকে দুপুর 1 টার মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খবর, বর্তমানে আন্দামান পোর্টব্লেয়ার থেকে 600 কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড় অবস্থান করছে। মনে করা হচ্ছে, উপকূলবর্তী এলাকা অর্থাৎ সুন্দরবন, দীঘায় এই ঘূর্ণিঝড় আম্ফানের মত আছড়ে পড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ইয়াসকে নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে রাজ্যবাসীর।

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তার মধ্যে এই ঝড়ের দাপট নতুন করে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের। এক বছর আগের আতঙ্ক কাটতে না কাটতেই আবার এই ঝড় যদি ভয়াবহভাবে আছড়ে পড়ে বাংলায়, তাহলে উপকূলবর্তী এলাকার মানুষদের কপালে যে আবার দুর্দশার মেঘ তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিন্তু দুর্যোগের উপর কারও হাত নেই। তাই “ইয়াস” বাংলায় যতক্ষণ না প্রবেশ করছে, ততক্ষণ আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করেছে বাংলায়। দুর্যোগ প্রবেশ করার আগেই ধীরে ধীরে তার অশনিসংকেত কাটবে, নাকি আরও শক্তিশালী হয়ে তা প্রবেশ করবে রাজ্যে, তা নিয়ে শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!