ওপিনিয়ন পোল – বাকি থাকা পুরভোট – এই মুহূর্তে ভোট হলে কি হবে বালুরঘাট পুরসভার চিত্র? উত্তরবঙ্গ বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য July 2, 2019 ওপিনিয়ন ও এক্সিট পোল নিয়ে আমরা ২০১০ সাল থেকেই কাজ করছি। জনসমক্ষে আমাদের প্রথম আত্মপ্রকাশ ২০১৪ সালে। ২০১৪, ২০১৬, ২০১৯-এর তুমুল সাফল্যের পর পাঠক বন্ধুদের অনুরোধে আবার আমরা শুরু করলাম আমাদের পরবর্তী পর্যায়ের ওপিনিয়ন পোল। এবার আমাদের লক্ষ্য পুরভোট – রাজ্যের ১৭ টি পুরসভার নির্বাচন বাকি, কিন্তু রাজ্য সরকার সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালাচ্ছে। বিরোধীদের অভিযোগ, এর ফলে সেখানে থমকে গেছে পুর-পরিষেবা। এসবের মাঝেই আমরা সমীক্ষা করে দেখার চেষ্টা করেছি, এই মুহূর্তে ওই ১৭ পুরসভায় নির্বাচন হলে কি ফলাফল হতে পারে। অবশ্যই এই সমীক্ষা কোনো জনমতকে প্রভাবিত করার জন্য নয়। বরং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ওই সব পুরসভার সাধারণ মানুষ কি ভাবছেন, তার একটা ইঙ্গিত তুলে আনার প্রচেষ্টা মাত্র। আর এই সমীক্ষা অবশ্যায়ভাবে করা হয়েছে – নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং মানুষ নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করার সুযোগ পাবেন, এই কথাকে মাথায় রেখে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আজ দেখে নেওয়া যাক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার চিত্র। ২৫ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় আমাদের করা সমীক্ষা অনুযায়ী ওয়ার্ড-ভিত্তিক ফলাফল হতে পারে নিম্নরূপ – ১ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৬৫% বিজেপি – ১৪% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১৮% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে ১,১০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৪৫% বিজেপি – ১২% বামফ্রন্ট – ৩০% কংগ্রেস – ৮% অন্যান্য – ৩% নোটা – ২% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্টকে ২৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৩ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৬০% বিজেপি – ২০% বামফ্রন্ট – ৭% কংগ্রেস – ১১% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১,২০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৪ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫৫% বিজেপি – ১৭% বামফ্রন্ট – ১৪% কংগ্রেস – ১২% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৯৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৫ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫০% বিজেপি – ৩৮% বামফ্রন্ট – ৫% কংগ্রেস – ৩% অন্যান্য – ২% নোটা – ২% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ১৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৬ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫০% বিজেপি – ২০% বামফ্রন্ট – ১৭% কংগ্রেস – ৯% অন্যান্য – ৩% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৪০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৭ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৪১% বিজেপি – ৫৩% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ২% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৮ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৬২% বিজেপি – ৩২% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ৩% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৬০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ৯ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩৩% বিজেপি – ৬৩% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১% অন্যান্য – ১% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৪৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১০ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫৫% বিজেপি – ৩৫% বামফ্রন্ট – ৪% কংগ্রেস – ৪% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৬০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১১ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৬০% বিজেপি – ২৪% বামফ্রন্ট – ৩% কংগ্রেস – ১১% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৮০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১২ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩০% বিজেপি – ৬৫% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৬৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৩ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩৩% বিজেপি – ৬১% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ২% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৩৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৪ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৪৪% বিজেপি – ৫১% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ২% অন্যান্য – ১% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৫ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩৯% বিজেপি – ৫৩% বামফ্রন্ট – ২% কংগ্রেস – ৩% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৫০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৬ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫২% বিজেপি – ২৮% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১৬% অন্যান্য – ২% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৬০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৭ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৪১% বিজেপি – ৪৪% বামফ্রন্ট – ৩% কংগ্রেস – ৯% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৮ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩৫% বিজেপি – ৫৪% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ৮% অন্যান্য – ১% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ২৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ১৯ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ২৫% বিজেপি – ৬৮% বামফ্রন্ট – ২% কংগ্রেস – ২% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৯৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২০ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৪৮% বিজেপি – ৩৯% বামফ্রন্ট – ২% কংগ্রেস – ৯% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৬০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২১ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫৫% বিজেপি – ২৭% বামফ্রন্ট – ৮% কংগ্রেস – ৬% অন্যান্য – ৩% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ৫০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২২ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩০% বিজেপি – ৬৫% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,০০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২৩ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ২৮% বিজেপি – ৬৭% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ১% অন্যান্য – ২% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ১,১০০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২৪ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৩৫% বিজেপি – ৫৪% বামফ্রন্ট – ১% কংগ্রেস – ৬% অন্যান্য – ৩% নোটা – ১% বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ২৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। ২৫ নম্বর ওয়ার্ড – তৃণমূল – ৫২% বিজেপি – ৩৭% বামফ্রন্ট – ২% কংগ্রেস – ৭% অন্যান্য – ১% নোটা – ১% তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে ২৫০ ভোটের আশেপাশে পরাজিত করতে পারে। সবমিলিয়ে আমাদের করা সমীক্ষা অনুযায়ী সবমিলিয়ে বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর জেলা) পুরসভার সাম্ভাব্য ফলাফল হতে পারে – মোট ওয়ার্ড – ২৫ বিজেপি – ১২ তৃণমূল – ১৩ বামফ্রন্ট – ০ কংগ্রেস – ০ আমাদের করা অন্যান্য পুরসভার সমীক্ষার লিঙ্ক – ১. হলদিবাড়ি – ক্লিক করুন এখানে ২. মেখলিগঞ্জ – ক্লিক করুন এখানে ৩. আলিপুরদুয়ার – ক্লিক করুন এখানে ৪. ডালখোলা – ক্লিক করুন এখানে ৫. বালুরঘাট – ক্লিক করুন এখানে আপনার মতামত জানান - আপনার মতামত জানান -