এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অপরিচ্ছন্ন হাসপাতাল, নিম্নমানের খাবার! বাংলায় রাস্তায় নেমে বড়সড় প্রতিবাদে খোদ করোনা রূগীরাই

অপরিচ্ছন্ন হাসপাতাল, নিম্নমানের খাবার! বাংলায় রাস্তায় নেমে বড়সড় প্রতিবাদে খোদ করোনা রূগীরাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই রাজ্যের করোনা অব্যবস্থা নিয়ে মুখ খুলেছে বিরোধীরা। এর আগে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা করোনা রোগীদের বিক্ষোভের খবর পাওয়া গিয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। একটা সময় বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন কোয়ারেন্টাইন সেন্টারে সেন্টারে চলছিল বিক্ষোভ। কিন্তু এবার বেশ কয়েক মাস কেটে যাবার পরে করোনা হাসপাতালগুলি নিয়ে শুরু হয়েছে সমস্যা। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন করোনা হাসপাতালে করোনা রোগীদের জন্য মিলছে না পর্যাপ্ত সুবিধা। আর তাই নিয়ে রাজ্যের অনেক হাসপাতালের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে করোনা রোগীরা।

এবার কাঁথিতে করোনা হাসপাতাল থেকে বেরিয়ে জাতীয় সড়কে রোগীরা শুরু করল অবরোধ ও বিক্ষোভ। তাঁদের বোঝাতে যথারীতি মাস্ক এবং করোনা কিট পড়ে হাসপাতালের বাইরে আসেন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ। কি হচ্ছে বুঝতে না পেরে মানুষ দাঁড়িয়ে পড়েন কিন্তু তারপর যখন বোঝেন করোনা রোগীদের অবরোধ চলছে। যথারীতি ওই স্থান ছেড়ে চম্পট দেন তাঁরা। সম্প্রতি কাঁথিতে মেচেদা বাইপাস সংলগ্ন একটি নার্সিংহোমকে কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে। হাসপাতালে এখনো পর্যন্ত 47 জনের চিকিৎসা চলছে। কিন্তু এই হাসপাতালের করোনা রোগীদের একাংশ জানাচ্ছেন, করোনা হাসপাতালটিতে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় পরিকাঠামো নেই।

উপরন্তু হাসপাতালের শৌচাগার নরক হয়ে রয়েছে। এদিন অবরোধের জন্য কি দীঘা নন্দকুমার জাতীয় সড়কে তৈরি হয় যানজট। বলা হচ্ছে, গোটা হাসপাতাল জুড়ে আবর্জনা পড়ে রয়েছে। সেগুলো সরাবার কোনো পরিকল্পনা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে জানা গেছে, এদিন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ মিলিত ভাবে বোঝানোর পর রোগীরা ফেরত গিয়েছেন হাসপাতালে। তবে অবিলম্বে অন্য হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছেন তাঁরা। করোনা রোগীরা রাস্তায় নেমে অবরোধ প্রতিবাদ করায় খুব স্বাভাবিকভাবেই অস্বস্তির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। তার সাথেই রাজ্য স্বাস্থ্য দফতরও চরম অস্বস্তির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, হাসপাতালে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে কিভাবে হাসপাতাল ছেড়ে রাস্তায় পৌঁছালেন রোগীরা অবরোধের জন্য তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানা গেছে। এদিনের ঘটনা প্রসঙ্গে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত কুমার রায় জানিয়েছেন, উক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ আসছে। তবে বর্তমানে যেসব করোনা রোগীরা ওখানে চিকিৎসাধীন, তাঁদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে পুরো বিষয়টি যে তদন্তসাপেক্ষ সে কথাও জানিয়ে দেন তিনি। স্থানীয় অধিবাসীরা করোনা রোগীদের রাস্তায় নেমে অবরোধ বিক্ষোভ করায় হয়ে পড়েছেন আতঙ্কিত। স্থানীয়দের দাবি, এলাকায় জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং ওই করোনা রোগীদের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের প্রত্যেকের করোনা টেস্ট করতে হবে। অন্যদিকে কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সত্যেন্দ্রনাথ জানা জানিয়েছেন, অভিযুক্ত নার্সিংহোম থেকে ইতিমধ্যেই কয়েক জন রোগীকে চন্ডীপুরে এবং বাকিদের কাঁথিতে আয়ুর্বেদ কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে।

এবং তিনি আরও জানান, হাসপাতাল সংলগ্ন এলাকা অবিলম্বে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, করোনা রোগীদের এই বিক্ষোভ ও অবরোধ স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিল। রাজ্যের করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত হয়নি। সে জায়গায় হাসপাতালে ভর্তি করোনা রোগীরা বাইরে বেরোনোয় আরও বেশি সংক্রমণের আশংকা দেখা দিল বলে মনে করছেন বিষেষজ্ঞরা। আপাতত এলাকার সংক্রমণ আটকাতে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!