এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অপসারিত জাগদীপ ধনকার? তৃণমূল সাংসদের মন্তব্যে জল্পনা!

অপসারিত জাগদীপ ধনকার? তৃণমূল সাংসদের মন্তব্যে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আইনশৃঙ্খলা থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে দুর্যোগ, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেছে তাকে। এমনকি তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের হিংসা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে প্রতি সময় রাজ্যপালকে আক্রমণ করে তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

আর এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহ বিজেপি বিধায়করা সেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পরেই বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিকভাবেই তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেকে বলছেন, রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে দিল্লির কাছে রিপোর্ট পেশ করবেন রাজ্যপাল।

আবার অনেকে বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে বাংলার রাজ্যপাল হিসেবে তাকে অপসারণ করা হবে। আর সেই কারণেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে জাগদীপ ধনকারকে। আর এই পরিস্থিতিতে জল্পনা যখন বাড়ছে, ঠিক সেই সময়ে জাগদীপ ধনকার দিল্লি যাওয়ার সাথে সাথেই তিনি যাতে আর ফিরে না আসেন, সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, বুধবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিক ভাবেই তার এই দিল্লি সফর কেন, তা নিয়ে নানা মহলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকারকে আক্রমণ করে একটি টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে তিনি লেখেন, “শুনলাম আঙ্কেলজি দিল্লি যাচ্ছেন। তিনি যেন আর না ফেরেন।” আর এখানেই প্রশ্ন, হঠাৎ করে মহুয়া মৈত্র এই কথা কেন বললেন?

তাহলে কি এরকম কোনো সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত পেয়েছেন তিনি? আর সেই কারণেই জাগদীপ ধনকার যাতে আর রাজ্যে না ফেরেন, সেই ব্যাপারে মন্তব্য করতে দেখা গেল তাকে? একাংশ বলছেন, জগদীপ ধনকার দিল্লি যাওয়ার পর থেকেই তৃণমূলের অনেকে দাবি করছেন, তাকে রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হবে। আর সেই কারণেই তাকে দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে। যদিও বা এই বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি‌। কিন্তু তার মাঝেই মহুয়া মৈত্রের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে আবার বলছেন, মহুয়া মৈত্র সহ তৃণমূলের সকলেই চাইছেন, দ্রুত যাতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জাগদীপ ধনকারকে সরিয়ে নেওয়া হয়। কেননা প্রতি মুহূর্তে সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন তিনি। যা তৃণমূলের কাছে যথেষ্ট অস্বস্তিকর। এমনকি শাসক দলের পক্ষ থেকে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই জাগদীপ ধনকারের আচরণ দেখে তিনি বিজেপির রাজ্য সভাপতি মত কাজ করছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিল্লি যেতেই তিনি যাতে আর না ফেরেন, সেই ব্যাপারে বিস্ফোরক টুইট করলেন মহুয়া মৈত্র। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!