এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আমি বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে বলব, আমাকে নয়, তৃণমূল প্রার্থীকে ভোট দিন: বিরোধী প্রার্থী

আমি বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে বলব, আমাকে নয়, তৃণমূল প্রার্থীকে ভোট দিন: বিরোধী প্রার্থী

রঙ্গে ভরা বঙ্গভূমির ভোটচিত্র! একদিকে যখন সম্মিলিত বিরোধীরা বলছেন শাসকদলের সন্ত্রাসের জেরে একে মনোনয়ন দেওয়া যায়নি, অন্যদিকে যেকটি আসনে মনোনয়ন দেওয়া গেছে সেখানে শাসকদলের অত্যাচারে মনোনয়ন তুলে নিতে বাধ্য হচ্ছে দলীয় প্রার্থীরা। অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহার পর্ব পেরিয়ে যেতেই বিরোধী প্রার্থী শাসকদল যোগ দিয়ে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইতে বাড়ি বাড়ি ঘুরছেন! মালদহ জেলার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতে আরএসপির হয়ে মনোনয়ন পত্র পেশ করেছিলেন প্রার্থী নাজিম হক। সেই প্রার্থী অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ‘সম্মান’ জানাতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একদা আরএসপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী নাজিম হক বললেন, মুখ্যমন্ত্রী যেভাবে সারা রাজ্যে উন্নয়ন করছে, তাতে আমি ওঁর সঙ্গেই থাকতে চাই। তাই আরএসপির প্রার্থীপদ থেকে নিজের নাম প্রত্যাহার করলাম। এখন থেকে তৃণমূল প্রার্থীর হয়ে এলাকায় প্রচার করছি! এদিকে এই ঘটনায় রীতিমত বিস্মিত আরএসপির সাধারণ সম্পাদক সর্বানন্দ পান্ডে অভিযোগের সুরে বললেন, এলাকায় শাসক সন্ত্রাস চালাচ্ছে। সন্ত্রাসে ভীত সন্ত্রস্ত মানুষ। আমাদের প্রার্থীকে ভয় দেখিয়ে দলে যোগদান করিয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এইসব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমলের কার্যকরী সভাপতি দুলাল সরকার অবশ্য বলেন, প্রার্থী স্বেচ্ছায় আমাদের সঙ্গে যোগযোগ করেছে। উনি মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সম্মান জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলত্যাগ করেছেন। ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করলেন, অতীতে বামেরা সন্ত্রাস করত, এখন ওরাই সন্ত্রাসের মিথ্যে অভিযোগ করছে। এদিকে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মৃণালিনী মণ্ডল বলেন, আমাদের দলে যোগদান করার জন্য নাজিম হককে স্বাগত। উনি বলেছেন, আমার হয়ে প্রচারে বেড়াবেন। প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় দলের জেলা নেতৃত্বকে কার্যত চমকে দিয়ে এলাকায় শাসকদলের একটি নির্বাচনী সভায় তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকারের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আরএসপি প্রার্থী নাজিম হক। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের দিন চলে গিয়েছে। ফলে প্রকাশ্যে তৃণমূলের সভায় যোগদান করে আরএসপির প্রার্থীপদ থেকে নাজিম হক সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও ব্যালট পেপারে তাঁর নাম কিন্তু থাকবে আরএসপি প্রার্থী হিসেবেই। সেক্ষেত্রে কী করবেন? নাজিম হক বলছেন, আমি তৃণমূল প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে বেড়িয়ে বলব, আমাকে নয়, তৃণমূল প্রার্থীকে ভোট দিন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!