এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ওরা সব লুঠ করে নিয়ে যাবে, ফের বিজেপিকে বহিরাগত তত্বে আক্রমণ মমতার

ওরা সব লুঠ করে নিয়ে যাবে, ফের বিজেপিকে বহিরাগত তত্বে আক্রমণ মমতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের গেরুয়া শিবির একুশের বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় গেরুয়া শিবিরের নেতারা। আর তাই নিয়েই বাংলার রাজনৈতিক মহলে চলছে জোরদার শোরগোল। বহিরাগত ইস্যু তুলে একের পর এক বাক্যবাণ প্রয়োগ করে চলেছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একের পর এক নেতা সাংবাদিক সম্মেলন ডেকে বহিরাগত ইস্যুতে মুখ খুলেছেন। প্রবল আক্রমণ করা হচ্ছে গেরুয়া শিবিরকে। আর এবার স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে বহিরাগত ইস্যু তুলে একের পর এক তোপ দাগলেন বাঁকুড়ার সভা থেকে।

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন। রাজ্যের 5 কেন্দ্রীয় নেতাকে রীতিমতন বহিরাগত আখ্যা দিয়ে সাধারণ মানুষকে সাবধান করলেন বাঁকুড়ার সভা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট করে বলেন, বিজেপি এখানে বহিরাগতদের নিয়ে এসে সাধারণ মানুষের সবকিছু লুট করে নিয়ে যেতে চলেছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সাবধান করে বলেন, নির্বাচনের আগে বিভিন্নভাবে ভয় দেখাবে বিজেপি। মন জয় করার জন্য অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারে তাঁরা। কিন্তু নির্বাচন মিটে গেলেই আর কাউকে পাশে পাওয়া যাবেনা।

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন তৃণমূল বারবার গেরুয়া শিবিরকে বহিরাগত নিয়ে একের পর এক আক্রমণ করে চলেছে? অন্যদিকে গেরুয়া শিবিরের বহিরাগত তত্ত্ব কি সাধারণ মানুষের মনে কোন প্রভাব ফেলছে তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকদিন ধরেই সাংবাদিক সম্মেলন করে রীতিমতো তৃণমূলের নেতা মন্ত্রীরা বহিরাগত ইস্যু নিয়ে একের পর এক তোপ দেগে চলেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে কিন্তু বহিরাগত ইস্যু নিয়ে বিজেপির যথেষ্ট সুবিধা করে দিচ্ছে রাজ্যের শাসক দল। প্রসঙ্গত, বিজেপি একটি সর্বভারতীয় দল। সেখানে দেশের যেকোনো একটি অঙ্গরাজ্যে কেন্দ্রীয় নেতা নেত্রীরা নির্বাচন উপলক্ষে সংগঠন মজবুত করতে কাজে লাগতেই পারেন। সেক্ষেত্রে কোনও অন্যায় নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন উঠছে, তৃণমূল কি তাহলে বিজেপিকে ভয় পেয়েছে? কিন্তু স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঁকুড়ার সভা থেকে বহিরাগত ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন, তাতে বোঝাই যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে বহিরাগত ইস্যু তৃণমূল শিবিরের কাছে যথেষ্ট তাৎপর্য পেতে চলেছে। অন্যদিকে যে পাঁচ কেন্দ্রীয় নেতা এ রাজ্যে দায়িত্ব পেয়ে এসেছেন, রাজ্যের সাধারণ মানুষ কিন্তু তাঁদের নাম শোনেননি আগে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ওই কেন্দ্রীয় নেতাদের সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু তৃণমূল থেকে বহিরাগত ইস্যু তুলে ওই পাঁচ নেতাকে রীতিমতো প্রচারের আলোয় নিয়ে আসা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

রাতারাতি 5 কেন্দ্রীয় বিজেপি নেতা বাংলায় পরিচিতি পেয়ে গেছেন। সুতরাং তৃণমূলের এই অস্ত্র বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তাঁদের কাছেই ফেরত আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূল এবং বিজেপির বাকযুদ্ধ বাড়ছে। 2021 এর বিধানসভা নির্বাচন জিততে মরিয়া তৃণমূল-বিজেপি উভয়েই। বস্তুত বাংলার রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল ও বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে এসেছে। অন্যদিকে বহিরাগত ইস্যুতে তৃণমূল তথা দলনেত্রী যেরকম বিজেপিকে আক্রমণ করছে, বিজেপিও চুপ করে বসে নেই। তাঁরাও পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বহিরাগত ইস্যু নিয়ে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!