এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অরাজনৈতিক হয়েও রাজনীতি নিয়ে মন্তব্য, বিশিষ্ট সাংসদ বাবুল সুপ্রিয় বাড়ালেন বিতর্ক

অরাজনৈতিক হয়েও রাজনীতি নিয়ে মন্তব্য, বিশিষ্ট সাংসদ বাবুল সুপ্রিয় বাড়ালেন বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন রাজ্য বিজেপির অন্যতম সাংসদ বাবুল সুপ্রিয়। কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেও রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতে তিনি কিন্তু পিছপা হলেন না। বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগেই বাবুল সুপ্রিয় ঘোষণা করেছিলেন, তিনি রাজনীতিতে থাকতে চাননা বলে। তবে সাংসদ পদ ছাড়েননি তিনি। এখনো আসানসোলের বিজেপি সাংসদ তিনি। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়কে নিয়ে আলোচনা জমে উঠেছে তাঁর দুটি পোস্টকে ঘিরে। একটি পোষ্টে বাবুল সুপ্রিয় রাজ্য সরকারের অবহেলা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্য পোস্টটিতে গতকাল মুচিপাড়ার বিজেপি নেতা সজল ঘোষের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।  বাবুল সুপ্রিয় প্রথমে একটি ফেসবুক পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অন্যতম প্রকল্প ন্যাশনাল আরবান হেলথ মিশন। সেখান থেকে আসানসোল এর সাতটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার চালু করার জন্য টাকা দেওয়া হয়েছিল রাজ্যে। কিন্তু তা সত্বেও আসানসোল পুরসভা এই হেলথ সেন্টারগুলি চালু করেনি। আর এ ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাবুল প্রাক্তন তৃণমূল মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে, যিনি বর্তমানে একজন বিজেপি নেতা বলেই পরিচিত রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি বাবুল আরো একটি পোস্ট করেন, যেখানে তিনি গতকাল মুচিপাড়ায় বিজেপি নেতা সজল ঘোষের গ্রেপ্তারীর বিরুদ্ধে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। কার্যত বাবুল সুপ্রিয়র মতে, তৃণমূলের মদতে পুলিশ যেভাবে সজল ঘোষের মতন জনপ্রিয় নেতার সঙ্গে ব্যবহার করেছে, তা যথেষ্ট নিন্দনীয়। পাশাপাশি যেভাবে দরজা ভেঙে সজল ঘোষকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়।

কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বাবুল সুপ্রিয় যদি রাজনৈতিক থেকে সন্ন্যাস গ্রহণ করে থাকেন, তাহলে কিভাবে রাজনৈতিক কথাবার্তা চালিয়ে এখনো পর্যন্ত অরাজনৈতিক অবস্থান গ্রহণ করে রয়েছেন? তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, বাবুল একজন বিজেপি সাংসদ, তাই খুব স্বাভাবিকভাবেই বাবুল রাজনৈতিক বিষয় নিয়ে এখনো কথা বলতে পারেন। খুব স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন করে আবার বিতর্ক তৈরি করলেন রাজনীতিতে। কার্যত এই বিতর্কের রেশ এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!