এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অর্ধেক মন্ত্রী জেলের ভেতরে থাকবে” তৃণমূলকে হুঁশিয়ারি লকেটের!

“অর্ধেক মন্ত্রী জেলের ভেতরে থাকবে” তৃণমূলকে হুঁশিয়ারি লকেটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি থেকে শুরু করে গরু পাচারের ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের একাধিক মন্ত্রী জেরার মুখোমুখি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার কয়লা পাচারের ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এমতাবস্তায় বড়সড় হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেখানে আগামী দিনে অর্ধেক মন্ত্রী জেলের ভেতরে থাকবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে লকেট চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি সাংসদ বলেন, “তৃণমূলের আসল সত্যটা বেরিয়ে আসছে। অনেকেই কয়লা, গরু এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত। আগামী দিনে অর্ধেক মন্ত্রী জেলের ভেতরে থাকবে।” বলা বাহুল্য, এসএসসি দুর্নীতির ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশ অধিকারীদের একাধিকবার জেরা করা হয়েছে।

গরু পাচার মামলায় জেরার সম্মুখীন হয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই পরিস্থিতিতে শওকত মোল্লাকে তলব তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!