এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে”

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে”


অঙ্গদানের মাধ্যমে আজ অন্য মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। ফলে এখন বিশ্বের সর্বত্র অঙ্গদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে অনেক। এই বিষয়ে বিশ্বে সবথেকে এগিয়ে স্পেন। উদ্যোগী পশ্চিমবঙ্গও। কোলকাতার এসএসকেএম হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা আছেন। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও বানানো হচ্ছে অঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামো। অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া হচ্ছে “ব্রেন ডেথ” ঘোষনার জন্য নতুন কমিটি। তারা মরনোত্তর অঙ্গদান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনও করবেন। গত সোমবারই এসএসকেএম হাসপাতালের অরগান টিসু ট্রান্সপ্ল্যান্টন্টেশন অরগানাইজেশনের তরফে দুই সদস্যের প্রতিনিধি দল উত্তরবঙ্গ মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে বৈঠকও করেন। ওই প্রতিনিধি দলের সদস্য রজত চৌধুরী বললেন, “দেশের মানুষের মধ্যে অঙ্গদানের সচেতনতা বাড়াতে ও বিভিন্ন সময় চোরাবাজির অভিযোগ ওঠায় আমাদের সংস্থা উত্তরবঙ্গ মেডিক্যালকে “ব্রেন ডেথ” বিষয়ে একটি কমিটি গড়ার সুপারিশ করেছে।” অন্যদিকে এই প্রস্তাবের প্রশংসা করলেও এব্যাপারে তারা আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন সন্দীপ সেনগুপ্ত ও এখানকার চিকিৎসক কল্যান খাঁ। অন্যদিকে রোটোর দাবি, কোলকাতা, নয়ডা, দিল্লীতে গ্রীন করিডোরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের ব্যাবস্থা থাকলেও উত্তরবঙ্গে তা না থাকায় এখান থেকেই নিজেদের যাত্রা শুরু করতে চান তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!