এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অসামাজিক তৃণমূল? ভোট শেষ হতেই নিরীহ গ্রামবাসীদের ওপর এ কোন অত্যাচার!

অসামাজিক তৃণমূল? ভোট শেষ হতেই নিরীহ গ্রামবাসীদের ওপর এ কোন অত্যাচার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট শেষ হতেই কি অত্যাচার শুরু করে দিল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? তবে এটা বিরোধীদের উপর হামলা বা আক্রমণ নেমে আসার মত ঘটনা নয়। এই ঘটনা কার্যত সকলকে তাক লাগিয়ে দিয়েছে। যেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সাধারণ গ্রামবাসীদের বিজেপি করার কারণে জল না দেওয়ার। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বীরভূমে।

সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারে ভোট শেষ হওয়ার পরদিন থেকে এই গ্রামবাসীদের জল নিতে দেওয়া হচ্ছে না। সাধারণ গ্রামবাসীদের অভিযোগ, তারা বিজেপি করেন বলে তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে জল নেওয়ার ক্ষেত্রে বাধাদান করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের দাবি, এভাবেই রাজনৈতিক দল থেকে একটি অসামাজিক দলে পরিণত হয়েছে এই রাজ্যের শাসক দল। মানুষের ওপর তাদের এই অত্যাচার আগামী দিনে ভোটবাক্সে মুখের মত জবাব দেবে বলেই দাবি বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!