এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “অশান্তির ঘটনায় জড়িত থাকলেই….”ভোট দিয়েই একি বললেন অভিষেক!

“অশান্তির ঘটনায় জড়িত থাকলেই….”ভোট দিয়েই একি বললেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রচারে তিনি বলেছিলেন, যদি ভোটের দিন তৃণমূলের কেউ বাধাদান করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিকভাবেই আজ কলকাতা পৌরসভার নির্বাচনের সময় যখন একের পর এক ওয়ার্ড থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছিল, তখন বিরোধীরা তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, এবার অভিষেকবাবু ব্যবস্থা গ্রহণ করুন নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এবার বিরোধী থেকে শুরু করে সমালোচক মহলের কোর্টেই এই ব্যাপারে বল ঠেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আজ মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অনেক সাংবাদিক বিরোধীদের অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনো অশান্তির ফুটেজ হাতে থাকলে সামনে আনুন। তৃণমূলের কেউ জড়িত আছে প্রমাণ করুন। দলগত বা প্রশাসনিক দিক থেকে 24 ঘন্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন। তিনি বুঝিয়ে দিলেন যে, যারা এই ব্যাপারে অভিযোগ করছে, তারা প্রমাণ দিক। তাহলে তৃণমূল কংগ্রেস অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। স্বাভাবিকভাবেই অভিষেকবাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখন বিরোধীরা কি কি প্রমান সামনে নিয়ে আসে এবং তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!