এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অষ্টম দফার আগে বড়সড় প্রশাসনিক বদল আবার কমিশনের নির্দেশে

অষ্টম দফার আগে বড়সড় প্রশাসনিক বদল আবার কমিশনের নির্দেশে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্যের আট দফা বিধানসভা নির্বাচনের আর এক দফা মাত্র বাকি। আগামী 29 এপ্রিল অষ্টম দফার নির্বাচন হতে চলেছে রাজ্যের সব থেকে রাজনৈতিক উত্তেজক এলাকা বীরভূমে। তাই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশন বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে জানা যায়। নির্বাচনের আগেই রাজ্যজুড়ে বেশকিছু প্রশাসনিক বদল করে কমিশন। নির্বাচনের মধ্যেও প্রশাসনিক বদল হয়েছে বীরভূমের। আর এবার অষ্টম দফা নির্বাচনের আগে বদল করা হলো নলহাটি এবং দুবরাজপুর থানার ওসিকে।

সূত্রের খবর, অসুস্থতার কারণ হেতু এই দুই ওসিকে বদল করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আইসিকেও বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে। দুবরাজপুর থানার ওসির দায়িত্বে ছিলেন দেবব্রত সিনহা। বেশ কিছুদিন যাবৎ তিনি পা ভাঙার কারণে অসুস্থ রয়েছেন বলেই জানা যায়। অন্যদিকে নলহাটি থানার ওসির দায়িত্বে ছিলেন যিনি, তিনি করোনা আক্রান্ত দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রহাসনিক কাজকর্মে যাতে বাধা না পড়ে তাই বদল হয়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে পরিস্থিতি নজরে রেখে ভোটের আগে এই 2 ওসিকে সরিয়ে দেওয়া হলো। তবে তাঁদের জায়গায় কারা দায়িত্ব পেয়েছেন, তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, বাংলার বিধানসভার নির্বাচনের শুরুতেই বিধি মেনে বেশকিছু পুলিশ আধিকারিকদের রুটিন বদল করা হয়েছিল কমিশনের তরফ থেকে। ভোটের মাঝে আবার বীরভূমের এসপি মিরাজ খালিদকে বদল করে নিয়ে আসা হয় নগেন্দ্র ত্রিপাঠীকে। আর এবার অষ্টম দফার নির্বাচনের মুখে এসে সরানো হলো দুই ওসিকে।

স্বাভাবিকভাবেই এই ঘটনার সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলা হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মত, যেহেতু বাংলার রাজনীতিতে বীরভূম জেলা অত্যন্ত উত্তেজনাপ্রবণ তাই সে কথা মাথায় রেখে এবারের বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল যিনি বীরভূম এলাকার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা বলে পরিচিত, তাঁকে নজরবন্দী করা হয়েছে। এই নিয়ে সুর চড়িয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রীমো। সব মিলিয়ে অষ্টম দফার নির্বাচনের আগে বীরভূমের ওসি বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!