এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড় খবর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেতা মুকুল রায়, উদ্বেগ তীব্র গেরুয়া শিবিরে!

বড় খবর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেতা মুকুল রায়, উদ্বেগ তীব্র গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ বিজেপি-র অন্যতম শক্তিশালী নেতা তথা রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরের চাণক্য বলে যিনি পরিচিত, সেই মুকুল রায় হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। মুকুল রায়ের অসুস্থতার খবর পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। পাশাপাশি গেরুয়া শিবিরের নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। বাংলা দখলের লড়াইয়ে নামছে বিজেপি। এই অবস্থায় মুকুল রায়ের অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের বহু নেতা সমর্থকদের দুশ্চিন্তায় ফেলেছে।

সূত্রের খবর, বুধবার দলীয় একটি কর্মসূচিতে যোগদান করেন মুকুল রায়। সেখান থেকে ফেরার পথেই রাতে হঠাৎ করেই অসুস্থ বোধ করেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোন কারণ নেই। তবে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন ডাক্তাররা। অন্যদিকে মুকুল রায়ের সঠিকভাবে কি হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে চাঞ্চল্যকর খবর হলো, মুকুল রায়কে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে চিঠি পাঠানো হয়েছে কদিন আগে।

যদিও মুকুল রায় কোন চিঠি পান নি বলেই জানিয়েছেন। তবে তদন্তে তিনি যথাসাধ্য সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। সূত্রের খবর, ইডির পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মুকুল রায়ের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুকুল রায় হাসপাতাল থেকেই ই মেইলের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছেন ইডির দপ্তরে। তবে এখনো অনেক তথ্যই ইডির কাছে জমা দিতে হবে বলে খবর। এদিকে সামনেই আছে বিধানসভা নির্বাচন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সদ্যই বিহারের বিধানসভা নির্বাচনের এগজিট পোল কেন্দ্রীয় গেরুয়া শিবিরের কপালে কিন্তু ভাঁজ ফেলেছিল। তাই এবার আর কোন ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় বিজেপি শিবির। বাংলা জেতার জন্য ইতিমধ্যেই ময়দানে নেমেছেন অমিত শাহ, জে পি নাড্ডারা। কিছুদিন আগেই দু’দিনের সফরে রাজ্যে এসে গিয়েছেন অমিত শাহ। আর তারপরেই বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বদের দিল্লিতে তলব করা হয়। ডাক পেয়ে দিল্লি উড়ে যান দিলীপ ঘোষ মুকুল রায়।

অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, হঠাৎ করে মুকুল রায়ের কি এমন হল যে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন? তাহলে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে পাওয়া চিঠি হাসপাতালে ভর্তি হওয়ার অন্যতম কারণ? তবে সবটাই অনুমান। মুকুল রায়ের কিন্তু যথেষ্ট অবদান আছে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের 18 টি আসন পাওয়ায়। এহেন মুকুল রায় সদ্যই হয়েছেন কেন্দ্রীয় বিজেপি শিবিরের সহ-সভাপতি। তা নিয়েও অবশ্য বঙ্গ বিজেপি শিবিরে অন্তর্দ্বন্দ্বের শেষ নেই। সব মিলিয়ে এখন রাজনৈতিক নজর মুকুল রায়ের দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!