এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অসুস্থ অনুব্রত, হাসপাতালে ভর্তি হওয়ার পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন !

অসুস্থ অনুব্রত, হাসপাতালে ভর্তি হওয়ার পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিবিআইয়ের পক্ষ থেকে গরু পাচারের ঘটনায় ডেকে পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু বারবার সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সিবিআই দপ্তরে না গিয়ে অসুস্থতা বোধ করার কারণে এসএসকেএম হাসপাতালে গিয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল। আর তারপর থেকেই বিরোধীদের পক্ষ থেকে গোটা ঘটনাকে নাটক বলে দাবি করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাসপাতালে অনুব্রত মণ্ডলের ভর্তি হওয়া নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কেউ অসুস্থ হলে আগে এমার্জেন্সিতে যায়। অনুব্রত মণ্ডল এমার্জেন্সিতে না গিয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে গেল।” বিশেষজ্ঞদের মতে, এই কথা বলে অনুব্রত মণ্ডলকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!