এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অসুস্থ হয়ে বিভাগীয় প্রধানই হাসপাতালে! করোনা টেস্টিং কি আর আগের মত করা যাবে? উঠছে প্রশ্ন

অসুস্থ হয়ে বিভাগীয় প্রধানই হাসপাতালে! করোনা টেস্টিং কি আর আগের মত করা যাবে? উঠছে প্রশ্ন


যিনি রোগের হাত থেকে উদ্ধারকর্তা রূপে সামনে এসেছেন, তাঁকেই যদি রোগের শিকার হতে হয় তাহলে তার থেকে খারাপ আর কি হতে পারে! এরকম একটি খারাপ খবর সম্প্রতি এসেছে। জানা গেছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি রিসার্চ অ্যান্ড ডায়গোন্যাস্টিক ল্যাবরেটরিতে করোনা সংক্রমণ পরীক্ষার প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর অরুণাভ সরকার। হঠাৎ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে এত দিনের মধ্যে সব থেকে খারাপ খবর হলো এটি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিদারুন দুশ্চিন্তায় পড়েছে অরুণাভবাবু হাসপাতালে ভর্তি হওয়ায় কারণে।

এখনো পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার করোনা আক্রান্তের পরীক্ষার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অরুণাভবাবু তাঁর ব্যক্তিগত অসুস্থতার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে এ প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল এর অধ্যক্ষ প্রবীর কুমার দেব জানান, ‘‘মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অসুস্থ। তবে তাতে পরীক্ষা ব্যবস্থায় কোনও প্রভাব পড়বে না। বাকিরা দেখছেন। তিনিও দ্রুত সুস্থ হয়ে কাজে যোগ দেবেন বলে আশাবাদী।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, যেহেতু অরুণাভবাবু প্রিন্সিপাল ইনভেস্টিগটর করোনা টেস্টের ক্ষেত্রে, তাই তাঁকে করোনা সংক্রান্ত সমস্ত রিপোর্টে সই করতে হয়। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, অরুণাভবাবুর উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে প্রচুর পরিমাণে করোনা টেস্ট করা হচ্ছে। তবে পুল টেস্ট সব জায়গাতেই হচ্ছেনা। শুধুমাত্র যেখানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেকটাই কম, সেখানেই হচ্ছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই বলা হয়েছিল করোনা পরীক্ষার টেস্ট যদি না বাড়ানো হয় তাহলে সংক্রমণের সঠিক পরিমাপ করাও সম্ভব হবে না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী ধারাবাহিকভাবে টেস্ট করা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এবং এর পিছনে সম্পূর্ণভাবে ভূমিকা রয়েছে অরুণাভবাবুর। তাই তিনি অসুস্থ হয়ে যাওয়াতে পুরো ব্যাপারটায় কোন ছেদ যাতে না পরে সেদিকে সম্পূর্ণ নজর রাখছে উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালের আধিকারিকরা বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!