এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘অসুস্থ’ হয়ে এড়ালেন NIA জেরা! জল্পনা বাড়িয়ে কলকাতাতেই অজ্ঞাতবাসে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’

‘অসুস্থ’ হয়ে এড়ালেন NIA জেরা! জল্পনা বাড়িয়ে কলকাতাতেই অজ্ঞাতবাসে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম আমলে জনসাধারণ কমিটির নেতা হিসেবে তার বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছিল। যার ফলে দীর্ঘদিন শ্রীঘরে থাকতে হয়েছিল ছত্রধর মাহাতোকে। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়েছেন তিনি। আর বাইরের প্রকৃতিতে বিচরণ করা ছত্রধর মাহাতো স্বাভাবিক জীবনে ফিরে আসতেই তাকে তৃণমূলের তরফে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদ। রাজ্য সম্পাদক করে জঙ্গলমহলে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব পেয়েছেন সেই ছত্রধর মাহাতো।

ইতিমধ্যেই বিজেপির প্রভাবকে মুক্ত করে কিভাবে জঙ্গলমহলের ভাবমূর্তি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, তার জন্য ছত্রধর মাহাতো জান-প্রাণ দিয়ে চেষ্টা করছেন। আর এই পরিস্থিতিতে তাকে চাপে ফেলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছত্রধর মাহাতো এবং তার দল তৃণমূল কংগ্রেস। আর তারই মাঝে এবার 11 বছরের পুরনো সিপিএম কর্মী খুনের মামলায় সেই ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী হয়েছে এনআইএ।

যার ফলে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। ইতিমধ্যেই ছত্রধর মাহাতোর বিরুদ্ধে অভিযোগ ওঠা এই খুনের মামলায় ইউএপিএ ধারা যুক্ত করার আবেদন করা হচ্ছে এনআইএর তরফে। আর শুক্রবার সেই আবেদনের পরেই তদন্তকারী সংস্থার জেরায় উপস্থিত হওয়ার কথা থাকলেও, অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে গরহাজির থাকলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। যার ফলে গুঞ্জন আরও বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 11 বছর আগে লালগড় থানার শালবনী গ্রামে খুন হন সিপিএমের প্রবীর মাহাতো। বর্তমানে ছত্রধর মাহাতো রাজনীতিতে সক্রিয় হওয়ার পর আবার নতুন করে সেই মামলার শুরু করার উদ্যোগ নিয়েছে এনআইএ‌। যে মামলায় ছত্রধর মাহাতো সহ মোট 30 জনকে শুক্রবারের বিশেষ আদালতে হাজির করার জন্য তলব করা হয়েছিল। কিন্তু সকলে হাজির থাকলেও সেখানে উপস্থিত থাকেননি ছত্রধর মাহাতো। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই হাজিরা এড়িয়ে যান বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই ছত্রধরবাবুর আইনজীবী কৌশিক সিংহ এই মামলার তদন্তকারী অফিসার কাঞ্চন মিত্রের সঙ্গে দেখা করে ছত্রধর মাহাত অসুস্থ বলে জানিয়ে দিয়েছেন। আর এখানেই একাংশের প্রশ্ন, বর্তমানে কলকাতাতে রয়েছেন ছত্রধর মাহাতো। তাহলে কি এই হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য এবং তদন্তকারী সংস্থার চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্যই কার্যত অসুস্থতার কারণ দর্শালেন তিনি? নাকি সত্যি সত্যিই তিনি অসুস্থ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ছত্রধরবাবুর আইনজীবী কৌশিক সিংহ বলেন, “ছত্রধর মাহাতো শয্যাশায়ী। এই মুহূর্তে তার পক্ষেই এনআইএর সামনে হাজির হওয়া সম্ভব নয়। এদিন কোবরা শিবির চত্বরে গিয়ে এনআইএর তদন্তকারী অফিসারকে সেই কথা বলে এসেছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। চিকিৎসক যেমন বুঝবেন, তেমন পদক্ষেপ করবেন।” এদিকে এই ব্যাপারে ছত্রধর মাহাতোকে ফোন করা হলে তিনি বলেন, “খুব অসুস্থ। কথা বলতে কষ্ট হচ্ছে।” তবে সমালোচক মহলের একাংশ বলছেন, আসলে ছত্রধর মাহাতো এই জেরা পর্ব দেখে কিছুটা হলেও ভয় রয়েছেন।

আর তাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কলকাতার কোনো একটা জায়গায় নিজেকে গোপনে রাখতে উদ্যোগী হয়েছেন। কেননা বর্তমান পরিস্থিতিতে যদি তাকে আবার জেরার সম্মুখীন হতে হয় এবং যদি তার নাম কোনো ঘটনায় জড়িয়ে পড়ে, তাহলে আবার তিনি অস্বস্তিতে পড়তে পারেন এবং তার ফলে সদ্য তাকে পদ দেওয়া তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় পড়তে হতে পারে।

তাই এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের হাত থেকে বাঁচতে অসুস্থতার ভান করছেন ছত্রধর মাহাতো বলে দাবি সমালোচক মহলের একাংশের। তবে তার আইনজীবীর তরফে অবশ্য দাবি করা হয়েছে, সত্যি সত্যিই অসুস্থ ছত্রধর মাহাতো। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কবে সুস্থ হয়ে ওঠেন ছত্রধরবাবু এবং তারপর তিনি কবে তদন্তকারী সংস্থার জেরাপর্বের মুখোমুখি হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!