এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অসুস্থ মুখ্যমন্ত্রীকে দেখতে আসায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর

অসুস্থ মুখ্যমন্ত্রীকে দেখতে আসায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সন্ধ্যার পর থেকেই আজ রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে রইলো তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দুর্ঘটনা নিয়ে। পাশাপাশি এই দুর্ঘটনা প্রসঙ্গে দোষারোপ পাল্টা দোষারোপের পালা শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একই সাথে এসএসকেএম হাসপাতালে ভিড় জমিয়েছেন তার অসংখ্য অনুরাগীরা। স্লোগানে মুখরিত এসএসকেএম চত্ত্বর। সূত্রের খবর, বর্তমানে তাঁকে বাঙুর নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে এমআরআই করার জন্য। অন্যদিকে এসএসকেএমে এসে উপস্থিত হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একই সাথে হাসপাতালে মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ছুটে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। হাসপাতালের বাইরে তখন তৃণমূল সমর্থকরা স্লোগানে ভরিয়ে তুলেছে আকাশ বাতাস। পাশাপাশি তৃণমূল নেত্রী নিজে অভিযোগ করেছেন তাঁর ওপর ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে গুরুত্ব দিয়ে রাজ্যজুড়ে শুরু হয়ে গেছে তৃণমূল শিবিরের বিক্ষোভ। ইতিমধ্যেই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাকর্মী সর্মথকরা বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে জগদীপ ধনকর এসে পৌঁছাতেই তাঁর বিরুদ্ধে শুরু হয়ে যায় প্রবল বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল সমর্থকরা।

ইতিমধ্যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া দুর্ঘটনার জন্য প্রতিবাদ বিক্ষোভ জানাতে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়কে তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম কর্মী সমর্থকদের নিয়ে অবরোধ শুরু করেন। অন্যদিকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনায় রীতিমতো হুঙ্কার দিয়েছেন। তাঁর অভিযোগ মূলত নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে। এই ঘটনাকে চক্রান্ত বলে পাশাপাশি অনুব্রত মণ্ডল ভয়ঙ্কর আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের সিইও আরিজ আফতাবকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের ফোন গিয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূল সমর্থকদের অবরোধ। একদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলছে যেমন অবরোধ, ঠিক সেরকমই চেতলাতেও চলছে রাস্তা অবরোধ। অন্যদিকে গেরুয়া শিবির এবার গুরুতর অভিযোগ এনেছে। তাঁরা জানিয়েছে, জগদীপ ধনকর যখন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছান তখন তাঁর কনভয় লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়।

যদিও এ কথার সত্যতা জানা যায়নি। তবে জানা গিয়েছে, তৃণমূল সমর্থকদের গো ব্যাক স্লোগানের মধ্যে দিয়েই পুলিশ রাজ্যপালের কনভয় ঘিরে ধরে হাসপাতাল চত্বর থেকে বের করে দেয়। তৃণমূল নেত্রীর অসুস্থতার কারণে তাঁর সমর্থকদের পাল্টা রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপাতত নজর রয়েছে তৃণমূল নেত্রীর স্বাস্থ্যের দিকে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই মুহুর্তে তাঁর এমআরআই করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!