“ওটা জগন্নাথ মন্দির নয়, সঠিক তথ্য দিন” দীঘার মন্দির নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর! বিজেপি রাজনীতি রাজ্য March 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার ঘটা করে দাবি করছে যে, দীঘাতে তারা নাকি জগন্নাথ মন্দির করছেন। কিন্তু সরকারি টাকায় কোনো মন্দির হতে পারে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। আর সেই জায়গায় দাঁড়িয়ে দীঘায় যা হচ্ছে, সেটা মন্দির নয় বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “শুনে রাখুন, দীঘায় যেটা হচ্ছে, সেটা জগন্নাথ মন্দির নয়। ওখানে লেখা রয়েছে, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। সরকার নিজেদের টাকায় কোনো ধর্মীয় মন্দির করতে পারে না। আমরাও রাম মন্দির করেছি, হিন্দুদের কাছ থেকে টাকা তুলে করা হয়েছে। তাই সঠিক তথ্য দিন।” আপনার মতামত জানান -