এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “ওটা ওনার পৈতৃক সম্পত্তি নাকি?” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতার মন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু!

 “ওটা ওনার পৈতৃক সম্পত্তি নাকি?” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতার মন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় এই রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় শোনা গিয়েছিল, আমরা-ওরার কথা। তারপর বহুদিন সেই কথাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বামেদের বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করেছিল। কিন্তু বাস্তবে যে সেই আমরা-ওরার প্রকৃত বিভাজন এই তৃণমূল সরকারের আমলে শুরু হয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করে যে, বিভিন্ন কমিটি হোক বা উৎসব, সেখানে বেছে বেছে বিরোধী দলের জনপ্রতিনিধিদের বাদ দেওয়া হয়। আর এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের পক্ষ থেকে যে কমিটি করা হলো, সেখানে ঘাটালের বর্তমান বিজেপি বিধায়ককে বাদ দিয়ে প্রাক্তন তৃণমূলের বিধায়ককে যেভাবে সেখানে যুক্ত করা হলো, তা নিয়ে প্রশ্ন করতেই গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কমিটিতে সেখানকার বর্তমান বিজেপি বিধায়ককে রাখা হয়নি। যে প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া অবশ্য যুক্তি দিয়েছেন যে, তিনি কাজ করেন না, সেই কারণে তাকে রাখা হয়নি। আর সেই কথা শুনেই রাজ্যের মন্ত্রীকে রীতিমত ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “ওটা ওনার পৈতৃক সম্পত্তি নাকি? একসময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ ফসকে বা রাগবশত হয়ত একবার বলে ফেলেছিলেন, আমরা ওরা। সেটা নিয়ে এই মমতা ব্যানার্জি এবং তার দল বহুদিন ভাঙিয়ে খেয়েছে। কিন্তু বুদ্ধদেববাবু একজন ভদ্রলোক ছিলেন। আজকে প্রকৃত আমরা-ওরা যে তৃণমূল কংগ্রেস করছে, মন্ত্রীর বক্তব্যে সেটাই প্রমাণিত হলো।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!