এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “অত্যন্ত বেদনাদায়ক” ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই বিস্ফোরক সৌরভ!

“অত্যন্ত বেদনাদায়ক” ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই বিস্ফোরক সৌরভ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার মহারাজের রাজনীতিতে পদার্পণ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। তিনি বিজেপির হয়ে ময়দানে নামতে পারেন বলে দাবি করেছিলেন একাংশ। তবে তেমন কিছুই হয়নি। কিন্তু সম্প্রতি তাকে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ত্রিপুরা সরকার। আর তাতে সম্মতি প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি।

তবে এই খবর সামনে আসার পর থেকেই রাজনীতির কারবারিরা তা নিয়ে শুরু করে দিয়েছে চর্চা। অনেকে বলছেন, তাহলে কি আগামী দিনে বিজেপির হয়ে ময়দানে নামতে চলেছেন বাংলার মহারাজা! তবে এই সমস্ত কিছুর মাঝেই এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তাকে নিয়ে রাজনীতির যে সমস্ত কথা হচ্ছে, তাতে তিনি অত্যন্ত বেদনাহত।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ত্রিপুরা থেকে আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু এর পেছনে রাজনীতি দেখা হচ্ছে। সব কিছুতে কেন রাজনীতি যোগ করা হচ্ছে! এটা আমার কাছে খুব বেদনাদায়ক। আমি কারওর সঙ্গে কথা বললে কিছু করলে সবকিছুতেই রাজনীতি যোগ করা হয়। দয়া করে এটা করবেন না। এগুলোর কোনো গুরুত্ব নেই।”

বিশেষজ্ঞদের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভাষায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, তার সঙ্গে রাজনীতি যোগ করা একেবারেই বৃথা। আগামী দিনে তিনি কোন দলের হয়ে ময়দানে নামবেন, ইতিমধ্যেই তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এই সমস্ত কিছুর সঙ্গে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যে কোনো যোগ নেই, তা স্পষ্ট করে দিলেন বাংলার মহারাজা। অর্থাৎ রাজনীতির সঙ্গে তার যোগ যে একেবারেই বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়, জল্পনাকে দূরীভূত করে সেই কথাই বোঝানোর চেষ্টা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!