এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  অত্যাচার এবং তৃণমূল সমার্থক, শাসকের ঘুম উড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট!

 অত্যাচার এবং তৃণমূল সমার্থক, শাসকের ঘুম উড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভায় এত আসন পেয়ে তৃনমূল বিনয়ী কাকে বলে, সেটা শেখেনি। বরঞ্চ আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। চারিদিকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মানুষের ওপর যে অত্যাচার শুরু করেছে, তা নজিরবিহীন। আর এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অত্যাচার এবং তৃণমূল সমার্থক বলেই দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অত্যাচার মানেই তৃণমূল। তৃণমূল মানেই অত্যাচার। যারা চুরি ডাকাতি করবে, তাদের সবার আশ্রয় সেই তৃণমূলে। কারণ তৃণমূলে গেলে তারা এই সমস্ত কাজ ভালো করে করতে পারবে।”

একাংশ বলছেন, আড়িয়াদহ থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তৃণমূলের অত্যাচার নিয়ে এমনিতেই সোচ্চার হচ্ছে বিরোধীরা। আর তার মধ্যে এবার শাসকদলের চাপ আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিলেন অধীর চৌধুরী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!