এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিমানে তৃণমূল ত্যাগীদের একুশের আগেই ঘরে ফিরিয়ে আনতে ময়দানে নেমে পড়ল টিম প্রশান্ত কিশোর

অভিমানে তৃণমূল ত্যাগীদের একুশের আগেই ঘরে ফিরিয়ে আনতে ময়দানে নেমে পড়ল টিম প্রশান্ত কিশোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত একুশে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, যারা অভিমান করে একটু দূরে সরে গেছেন বা বিজেপিতে চলে গেছেন, তারা চাইলে আবার তৃণমূলে ফিরে আসতে পারেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত বিপ্লব মিত্র যোগদান করেছেন ঘাসফুল শিবিরে।

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন অনেক হেভিওয়েট নেতা বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে। তবে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই বার্তা দিলেন ! এখন তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচন কিছুটা হলেও কঠিন। যেভাবে বিজেপি দিনকে দিন তাদের প্রভাব বাড়াচ্ছে, তাতে সমস্যার মুখে পড়তে পারে তৃণমূল কংগ্রেস।

তাই বিজেপিতে চলে যাওয়া সেই সমস্ত হেভিওয়েট নেতা কর্মীদের ফিরিয়ে আনতে প্রশান্ত কিশোরের তরফে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে এই কৌশল প্রয়োগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ পুরোনো তৃণমূল কর্মীদের দলে সক্রিয় করার পাশাপাশি যারা দল ছেড়েছেন তাদেরকে আবার দলে ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে বিধানসভা নির্বাচনের জন্য লড়াই করায় যে তৃণমূলের কাছে জয়লাভের প্রধান অস্ত্র, তা দলের সুপ্রিমোর কাছে পৌঁছে দিয়েছেন প্রশান্ত কিশোর বলে মনে করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের টিমের তরফের কিভাবে দলত্যাগীদের ফিরিয়ে আনা হতে পারে, তার ব্যাপারে ব্লুপ্রিন্ট সাজানো হচ্ছে। অর্থাৎ কোথায় কি অসুবিধা রয়েছে, তার সমস্ত কিছু দেখছে এই টিম। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে সঠিকভাবে প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে তৃণমূলের অনেক পুরনো কর্মীরা অবহেলিত হয়েও থেকে গিয়েছিলেন।

তবে গত লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় কিছুটা প্রভাব বাড়ার সাথে সাথেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, বিধায়ক বিজেপিতে গিয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার সেই বিদ্রোহী নেতা কর্মীদের আবার দলে ফিরিয়ে এনে বিধানসভা নির্বাচনে নিজেদের তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা এই কৌশল গ্রহণ করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা‌। তবে যারা বিজেপিতে গিয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য প্রশান্ত কিশোরের টিম চেষ্টা করলেও, তা কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!