এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভয়ার বিচারের দাবিতে খাস কলকাতায় বিরাট কর্মসূচি, পুজোর আগেই তাক লাগাবে নাগরিক সমাজ!

অভয়ার বিচারের দাবিতে খাস কলকাতায় বিরাট কর্মসূচি, পুজোর আগেই তাক লাগাবে নাগরিক সমাজ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনার পর থেকেই রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। দল মতের ঊর্ধ্বে উঠে সকলেই ভোর দখল থেকে শুরু করে রাত দখলের মত অভিনব কর্মসূচি পালন করেছেন। আর এবার সামনে যখন পুজো, যখন সকলের উৎসবে মজে থাকার কথা, তখন আরজিকরের এই ঘটনায় প্রতিবাদের সুরকে আরও চওড়া করতে উৎসবের আগেই বড় কর্মসূচি নিতে চলেছে নাগরিক সমাজ। যেখানে সমাজের সর্বস্তরের মানুষরা মিলে চলতি সপ্তাহেই খাস কলকাতার বুকে বড় কর্মসূচির আয়োজন করেছেন।

সূত্রের খবর, আগামী শুক্রবার কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রিলে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। বলতে গেলে, আরজিকরের বিচারের দাবিতে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন প্রতিবাদ হয়েছে। কিন্তু এই প্রতিবাদ কার্যত নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করা হচ্ছে। সামনেই পুজো। আর তার আগে বিচারের দাবিতে এই রিলে মশাল মিছিল শহর কলকাতায় প্রতিবাদের সুরকে এক উচ্চমাত্রায় পৌঁছে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!