অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার কেন? “পুরোটাই মমতার নির্দেশ” বোমা ফাটালো পরিবার! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য January 24, 2025January 24, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কান্ডের পর সবথেকে বেশি যে প্রশ্নটি উঠেছে, তা হলো, তড়িঘড়ি কেন অভয়ার দেহ সৎকার করে দেওয়া হলো? তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা হলো? কেন এই কাজের সময় সেখানে ছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ! তবে এই সমস্ত প্রশ্নকে যেভাবেই হোক, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এই রাজ্যের শাসক দল। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই পুরো বিষয়টা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলো অভয়ার পরিবার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন অভয়ার মা। তিনি বলেন, “আমার মেয়ের দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো। তখন এখানকার এমএলএ নির্মল ঘোষ সন্দীপ মুখার্জির পীঠ চাপড়ে ওয়েলডান বয় বলছিলেন। এই নির্দেশ আমি মনে করি, মুখ্যমন্ত্রীর পুরো হস্তক্ষেপেই হয়েছে।” আপনার মতামত জানান -