এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অক্সিজেনের আকাল পড়তেই শুরু হয়েছে কালোবাজারি, অভিযানে নামলো পুলিশ

অক্সিজেনের আকাল পড়তেই শুরু হয়েছে কালোবাজারি, অভিযানে নামলো পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গেই অক্সিজেনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে শুরু হয়েছে অক্সিজেনের আকাল। অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু করোনা রোগী। এই পরিস্থিতিতে কলকাতাজুড়ে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি। দেদার মূল্যে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। বাধ্য হয়েই বহু মূল্যে অক্সিজেন সিলিন্ডার কিনছে মানুষ। এবার এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ বা ইবি এই অভিযানে নেমেছে। কলকাতা পুলিশের ইবির অভিযানে মানিকতলার বিধান সরণি থেকে খালি সিলিন্ডার বিক্রয় করার এক চক্রের সন্ধান পাওয়া গেছে। মানিকতলার বিধান সরণি থেকে ১৫ টি খালি সিলিন্ডার পুলিশ উদ্ধার করেছে। এগুলির মধ্যে ১৫ কেজি ও ৫২ কেজি ওজনের খালি সিলিন্ডার রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইবির তদন্তে বেরিয়ে এসেছে, বিধান সরণি এলাকার এক ব্যক্তি যিনি অক্সিজেন সিলিন্ডার সংস্থার মালিক বিপুল টাকায় সিলিন্ডার বিক্রি করতেন। ১৫ কেজি ওজনের সিলিন্ডার গুলিকে ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করা হতো। ৫২ কেজি ওজনের সিলিন্ডার গুলিকে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হতো। বিপন্ন মানুষেরা বাধ্য হয়ে চড়া দামে এগুলি কিনছেন।

একদিকে সিলিন্ডারের কালোবাজারি, অন্যদিকে খালি সিলিন্ডার কেনার এই চক্রের সন্ধান এসেছে পুলিশের কাছে। খালি সিলিন্ডার এভাবে আদৌ বিক্রি করা যায় কিনা? তা ড্রাগ কন্ট্রোলারের কাছে জানতে চেয়েছে কলকাতা পুলিশ। এই সংস্থার মালিককে লাইসেন্সসহ থানায় উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে সিলিন্ডার বিক্রির কিছু বিলও পুলিশের হাতে এসে পৌঁছেছে।

আবার, আজ সল্টলেকের সিটি সেন্টার এলাকায় বিধান নগর সিটি পুলিশের অভিযান চলে। মাস্ক না পরে রাস্তায় বেরোনোর কারণে কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। আবার, আজ উল্টোডাঙ্গা, মানিকতলার মতো বহু জায়গায়ও বহু মানুষকে মাস্ক না পরতে, সামাজিক দূরত্ব না মানতে দেখা যাচ্ছে। সেজন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!