এখন পড়ছেন
হোম > জাতীয় > অক্সিজেনের মারাত্মক ঘাটতির ফলে এবার সারাদেশের কাছে অক্সিজেন ভিক্ষা দেশের হেভিওয়েট রাজ্যের

অক্সিজেনের মারাত্মক ঘাটতির ফলে এবার সারাদেশের কাছে অক্সিজেন ভিক্ষা দেশের হেভিওয়েট রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি এখন এতটাই মারাত্মক হয়ে গিয়েছে, যেখানে করোনা আক্রান্তকে শুধুমাত্র অক্সিজেনের অভাবে মারা যেতে হচ্ছে। তবে সব থেকে খারাপ অবস্থা দিল্লির। সূত্রের খবর, দিল্লির বুকে ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছে বেশ কয়েকজন করোনা রোগীর। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অক্সিজেনের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই দিল্লিতে অক্সিজেন আসা নিয়ে হরিয়ানার সঙ্গে চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল।

শুক্রবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে দিল্লীর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে অক্সিজেন পাঠানোর আবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল। আর এবার দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের কাছে অরবিন্দ কেজরিওয়াল চিঠি পাঠালেন অক্সিজেন পাঠানোর আবেদন করে। শনিবার দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চিঠি লেখেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং তিনি আবেদন করেন- যদি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের হাতে উদ্বৃত্ত অক্সিজেন থাকে, তাহলে তা যেন দিল্লিকে দেওয়া হয়। কারণ সেখানকার মহামারী এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে মজুদ অক্সিজেন দিয়ে কাজ চালানো কোনভাবেই সম্ভব হচ্ছেনা। কেন্দ্রের হস্তক্ষেপে ইতিমধ্যেই হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে দিল্লিতে অক্সিজেন এসেছে। কিন্তু কেজরিওয়াল সরকার ইতিমধ্যেই অভিযোগ করেছেন, হরিয়ানা এবং উত্তর প্রদেশের পুলিশ ও সরকারি আধিকারিকরা দিল্লিতে আগত অক্সিজেন আটকে রাখছেন রাস্তায়।

ফলে সময়মতো দিল্লির হাসপাতালে অক্সিজেন পৌঁছাতে পারছে না। এমনকি দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেনের অনেকটাই কম আসছে বলে দাবী করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুক্রবার দিল্লির গোল্ডেন জয়পুর হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে 25 জন রোগীর মৃত্যু হয়েছে। এখনো বহু হাসপাতালে অক্সিজেন নেই। সময়মতো অক্সিজেন যদি না পৌঁছায়, তাহলে বহু রোগীর প্রাণ সংশয় হতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দিল্লির ভয়াবহতা দেখে দেশের সাধারণ মানুষ চরম আতঙ্কিত। এখন দেখার, কেজরিওয়াল সরকারের আবেদনে সাড়া দিয়ে দেশের কোন কোন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় দিল্লির দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!