এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অক্সিজেনের অভাব মেটাতে জেলা স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো শুরু

অক্সিজেনের অভাব মেটাতে জেলা স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানো শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই দেশজুড়ে ব্যাপক ভাবে অক্সিজেনের অভাব প্রকট হয়েছিল। এ রাজ্যেও একইভাবে অক্সিজেনের অভাব সামনে এসেছে। বহু মানুষ অক্সিজেনের অভাবে সেসময় মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা যখন প্রবল হচ্ছে তখন রাজ্যের পক্ষ থেকে অক্সিজেন সংক্রান্ত সমস্যার সম্মুখীন যাতে আর হতে না হয়, তার জন্য জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবং সেক্ষেত্রে প্রতিটি জেলার জন্য ধার্য করা হয়েছে মোটা টাকা। জানা যাচ্ছে, পাইপলাইন দিয়ে অক্সিজেন যাতে রোগীর শয্যায় পৌঁছে যায়, সে দিকেই নজর দেওয়া হচ্ছে।

বেশিরভাগ জেলাতেই বড় ও মাঝারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের পরিকাঠামো আরও মজবুত করে তোলার কথা ভাবা হচ্ছে। এমনকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কথা চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতি সামাল দিতে জেলায় অত্যাধুনিক চিকিৎসা যন্ত্র এবং চিকিৎসা পদ্ধতি সহ যাবতীয় পরিকাঠামো উন্নত করার দিকে নজর দিয়েছে রাজ্য সরকার। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অক্সিজেন পরিকাঠামোর আমূল পরিবর্তন। বিশেষজ্ঞরা মনে করছেন, কোভিডের দ্বিতীয় ঢেউ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাজ্যের অক্সিজেন সরবরাহের গতি যে কতটা নিম্নমুখী।

তাই এবার সরকারি চিকিৎসা পরিকাঠামো অক্সিজেন সরবরাহের জন্য অত্যাধুনিক ব্যবস্থা তৈরিতে জোর দিয়েছে রাজ্য। প্রায় প্রতিটি হাসপাতালেই পিএসএ প্লান্ট, লিকুইড অক্সিজেন প্লান্টের পরিকাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ জায়গায় এই কাজ সম্পন্ন হলেও অনেক জায়গাতেই কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। তবে জানা গিয়েছে, সমস্ত সরকারি হাসপাতালে প্রায় পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বেশ কিছু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনো সমস্যা রয়ে গেছে। সেক্ষেত্রে অক্সিজেন চাহিদা মেটাতে হচ্ছে সিলিন্ডার দিয়ে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। রাজ্যের বাঁকুড়ায় 6 টি হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে বলে জানা গেছে। পিএসএ প্লান্ট তৈরি হচ্ছে পুরুলিয়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে অক্সিজেন সরবরাহের পাশাপাশি পিএসএ প্লান্ট তৈরীর কাজ শুরু হয়েছে। ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে পাইপ লাইন দিয়ে অক্সিজেন সরবরাহের পরিকাঠামো সম্পূর্ণ হয়েছে। সেখানকার আরো দুটি হাসপাতালে কাজ চলছে। অন্যদিকে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের তিনটি হাসপাতালে আগে থেকেই পাইপ্লাইনে অক্সিজেন সরবরাহের সুবিধা আছে। হুগলির 4 টি, হাওড়ার 3 টি, উত্তর 24 পরগনার 6 টি, দক্ষিণ 24 পরগনার 8 টি হাসপাতালে পাইপ লাইন দিয়ে অক্সিজেন সরবরাহের কাজ শুরু হয়েছে। অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এর বেশ কয়েকটি হাসপাতালে পাইপ লাইন দিয়ে অক্সিজেন সরবরাহের সুবিধা রয়েছে।

তবে উত্তরবঙ্গের বহু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা এখনও পর্যন্ত শুরু হয়নি। প্রসঙ্গত, উত্তরবঙ্গে 11 টি বড় হাসপাতালে পাইপলাইন দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। তবে কোচবিহার মেডিকেল হাসপাতালে তরল অক্সিজেন পাঠানোর পরিকাঠামো রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রের আমূল পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই গ্রামীণ চিকিৎসার ওপরে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য ও প্রশংসনীয়। কার্যত সবার আগে অক্সিজেন সমস্যা মেটানোর যে প্রস্তুতি চলছে প্রতিটি হাসপাতাল জুড়ে, তা যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলছে সমস্ত মানুষের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!