এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অক্সিজেনের অভাব মেটাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ

অক্সিজেনের অভাব মেটাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আসার সাথে সাথে দেশজুড়ে শুরু হয়েছে অক্সিজেনের ব্যাপক সংকট। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য কেন্দ্রের কাছে অক্সিজেন দেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে। এরাজ্যেও করোনায় প্রতিদিন রেকর্ড হারে সংক্রমণ বেড়ে চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় রাজ্যে অক্সিজেনের চাহিদা মাত্রাছাড়া হতে শুরু করেছে।

একদিকে হাসপাতালের বেডের অভাব, অ্যাম্বুলেন্স এর অভাব, তার সাথে যোগ হয়েছে আবার অক্সিজেনের অভাব। কার্যত গোটা দেশজুড়ে ভয়ঙ্কর ছবি, যা দেখে আতঙ্কিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই 16 হাজার ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণের হার। কিন্তু এ রাজ্যের প্রশাসন ইতিমধ্যেই অক্সিজেন নিয়ে সতর্ক।

তাই এবার রাজ্য প্রশাসনের উদ্যোগে অক্সিজেন সাপ্লাই যাতে ঠিকঠাক থাকে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যে অক্সিজেনের সাপ্লাই ঠিক আছে। কিন্তু পরিস্থিতি সে কথা বলছে না। তবে সামনে এসেছে এ রাজ্যে অক্সিজেনের কালোবাজারির কথা।

অন্যদিকে করোনার সংক্রমণের কথা মাথায় রেখে তড়িঘড়ি দক্ষিণ 24 পরগনা জেলায় মোট সাতটি অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ক্যানিং, জয়নগর এবং ডায়মন্ডহারবার সহ বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দক্ষিণ 24 পরগনা জেলায় অক্সিজেনের চাহিদা মিটে যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বজবজে থাকা অক্সিজেন প্লান্টটিকে চিকিৎসার কাজে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও মহেশতলার একটি অক্সিজেন প্লান্টের কার্যক্ষমতা বাড়িয়ে তোলা হচ্ছে বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসক অন্তরা আচার্য জানিয়েছেন, মাস দেড়েকের মধ্যে সমস্ত প্লান্ট থেকে অক্সিজেন উৎপাদন শুরু হবে।

একইসাথে অক্সিজেনের সমস্যা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকারের চিন্তাভাবনায় পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। একাধিক সরকারি হাসপাতাল এভাবে অক্সিজেন নিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে, অক্সিজেনের অপচয় রুখতে বুঝে-শুনে অক্সিজেন দেওয়ার জন্য। মূলত এই নির্দেশিকা চিকিৎসকদের উদ্দেশ্যে। জানা গিয়েছে ঐ নির্দেশিকায় চিকিৎসকদের বলা হয়েছে, গুরুত্ব বুঝে রোগীকে অক্সিজেন দিতে হবে। স্বাস্থ্য দপ্তরের মতে, হাসপাতাল কিংবা নার্সিংহোমে এমন অনেক রোগীকেই অক্সিজেন দেওয়া হচ্ছে যাদেরকে না দিলেও চলে।

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের একটি বৈঠক হয়েছে নবান্নে এবং সেখান থেকেই জানা গিয়েছে, রাজ্যে এই মুহূর্তে অক্সিজেনের ঘাটতি নেই। বলা হচ্ছে যেখানে প্রতিদিন রোগীদের জন্য 223 মেট্রিকটন অক্সিজেনের প্রয়োজন, সেখানে রাজ্যে অক্সিজেন উৎপাদন হচ্ছে বর্তমানে 497 মেট্রিক টন অক্সিজেন।

পাশাপাশি রাজ্য সরকার পশ্চিমবঙ্গের 93 টি অক্সিজেন প্লান্ট তৈরির জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, যদি রাজ্যের অক্সিজেন সরবরাহ ঠিক থাকে তাহলে তড়িঘড়ি দক্ষিণ 24 পরগনায় কেন নতুন করে অক্সিজেন প্লান্ট তৈরি হতে চলেছে? রাজ্য প্রশাসনের যে দাবি অক্সিজেন নিয়ে রাজ্যের ছবি কিন্তু সে কথা বলছেনা।

বিভিন্ন জায়গায় কিন্তু অক্সিজেনের অভাব চোখে পড়েছে। এমনকি অক্সিজেনের অভাবে রোগীও মারা গেছে বলে সংবাদ সূত্রের খবর। তবে যদি তড়িঘড়ি অক্সিজেন প্লান্ট তৈরি হয়, তাহলে আগামী দিনে অক্সিজেনের চাহিদার সামাল দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব হবে। পাশাপাশি অন্য রাজ্যেও অক্সিজেন সরবরাহ করতে পারবে রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!