এখন পড়ছেন
হোম > জাতীয় > ওয়েইসির খাসতালুকে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি! সারা দেশের চোখ হায়দারাবাদের নির্বাচনের দিকে

ওয়েইসির খাসতালুকে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি! সারা দেশের চোখ হায়দারাবাদের নির্বাচনের দিকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শুরু হলো বৃহৎ হায়দরাবাদ পুরনিগমের নির্বাচন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত যা চলবে। শেষ এক ঘণ্টায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে করোনা আক্রান্তদের। বৃহৎ হায়দরাবাদ পুরনিগমের মোট ভোটার আছেন প্রায় ৭৪ লক্ষ। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বস্তুত, এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির খাস তালুকে পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এক মাস ধরে চলেছে এর প্রচার পর্ব। বিজেপি ও মিম দুই প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে কটাক্ষ, মন্তব্য, সমালোচনা করেছে অসংখ্যবার।

বৃহৎ হায়দরাবাদ পুরনিগম মোট ১৫০ টি আসন বিশিষ্ট। পূর্বের এই নির্বাচনে তেলেঙ্গানার শাসকদল শাসক টিআরএস ৯৯টি আসন পেয়েছিল, আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম পেয়েছিল ৪৪ টি আসন। বিজেপি- টিডিপি জোট ৪টি আসন পায়, ২টি আসন পায় কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে, বিজেপি পূর্বের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে। সর্বশক্তি দিয়ে হায়দরাবাদ পুরনিগম দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

বিজেপির দিকে ভোটের হাওয়া তুলতে শীর্ষস্তরের বহু বিজেপি নেতা ভোটের প্রচার করেছেন হায়দরাবাদে। তেলেঙ্গানা রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় সিং বেশ কিছুদিন ধরে হায়দরাবাদে ছিলেন। বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য হায়দরাবাদে ভোটের প্রচার করেছেন। যেখানে তিনি হায়দরাবাদকে রোহিঙ্গা, পাকিস্তানি অনুপ্রবেশকারীদের আস্তানা বলে কটাক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা হায়দারাবাদে ভোটের প্রচার করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে এসে ইঙ্গিত করেছেন যে, হায়দরাবাদে ভোটে বিজেপি জিতলে হায়দরাবাদের নাম বদলে ফেলা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হায়দরাবাদকে নিজাম সংস্কৃতি থেকে মুক্ত করে বিশ্বমানের আইটি হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারে হায়দরাবাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে এআইএমআইএম, বিজেপি ও তেলেঙ্গানার শাসকদল টিআরএস। এই তিন প্রতিদ্বন্দ্বীর তীব্র লড়াইএর মধ্যে কংগ্রেস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। করোনা বিধি মেনে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ।

এদিকে, আজকের দিনেই চলছে কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর এটাই প্রথম নির্বাচন। জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের মোট ৮ দফার মধ্যে ২য় দফার ভোট গ্রহণ আজ সকাল থেকে শুরু হল। যা চলবে দুপুর দুটো পর্যন্ত। ৪৩ টি আসনের জন্য প্রায় ৮ লক্ষ ভোটার ভোট দিচ্ছেন। ভোটের দিনে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুণে। সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ভেতরে ভেতরে চলছে নাকা তল্লাশি। ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভোট গ্রহণে ব্যাপক নিরাপত্তা দেখা গেল কাশ্মীরে। হায়দরাবাদের নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি সমগ্র দেশের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!