এখন পড়ছেন
হোম > জাতীয় > পি ভি সিন্ধু পদক জিততেই বিজেপি বিধায়কের চাঞ্চল্যকর দাবী, শুরু গুঞ্জন

পি ভি সিন্ধু পদক জিততেই বিজেপি বিধায়কের চাঞ্চল্যকর দাবী, শুরু গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে বরাবরই দেখা গেছে ধর্মীয় রাজনীতির সমীকরণে পা মেলাতে। আর এই নিয়ে বিভিন্ন সময় বিজেপি নেতারা মন্তব্য করে থাকেন, যা যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কার্যত এবার অলিম্পিক খেলায় শূন্যহাতে ফিরেছেন সানিয়া মির্জা। আর সানিয়াকে নিয়ে আরোও একবার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং অস্বস্তিজনক মন্তব্য করলেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, তিনি অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর চন্দ্রশেখর রাও এর কাছে দাবি জানিয়েছেন, টেনিস তারকা সানিয়া মির্জার পরিবর্তে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হোক পিভি সিন্ধকে। কার্যত টোকিওতে বসেছে অলিম্পিকের আসর।

ভারতীয় ক্রীড়াবিদরা সেখানে পদক জিতছেন, তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি কোন রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়। কিন্তু রাজনীতির জগতে অনেকেই কিন্তু সে কথা ভুলে যায় এবং অকারণে খেলোয়াড়দের টেনে বিতর্ক তৈরী করেন। সম্প্রতি এরকমই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, ভিডিওটিতে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এর কাছে সানিয়া মির্জার পরিবর্তে পিভি সিন্ধুকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চাইছেন বিধায়ক টি রাজা সিং। তবে এই ভিডিও এখনো পর্যন্ত যাচাই করে দেখেনি প্রিয় বন্ধু মিডিয়া। প্রসঙ্গত পিভি সিন্ধু প্রথম মহিলা, যিনি ভারতের হয়ে অলিম্পিকে দুটি পদক জিতেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শোনা যাচ্ছে বিজেপি নেতা টি রাজা সিংয়ের এই বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। এর আগেও তিনি পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর সানিয়া মির্জাকে পাকিস্তানি পুত্রবধূ বলে কটাক্ষ করেছিলেন। তখনও তিনি তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সানিয়া মির্জাকে সরানোর দাবি জানিয়েছিলেন। কার্যত সানিয়াকে 2014 সালে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়। অন্যদিকে দেখা গিয়েছে, অলিম্পিকের আসরে মেয়েদের ডাবলসে ইতিমধ্যেই প্রথম রাউন্ডে ইউক্রেন জুটির কাছে হেরে যায় সানিয়া- অঙ্কিতা রায়না। অন্যদিকে সিন্ধু দেশের হয়ে পদক জেতায় বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা জানিয়েছে অন্ধপ্রদেশ সরকার।

শুধু অন্ধ্রপ্রদেশ সরকারই নয়, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরও সিন্ধুকে সংবর্ধনা জানিয়ে তাঁকে ভারতের শ্রেষ্ঠ অলিম্পিয়ান বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পিভি সিন্ধুকে দেখে ভারতীয় অ্যাথলিটরা অনুপ্রাণিত হয়। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে পিভি সিন্ধুকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানোর দাবি তুলে বিজেপি বিধায়ক টি রাজা সিং কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছেন। তবে এই দাবী তোলার পেছনে যে ধর্মীয় মেরুকরণ কাজ করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত তেলেঙ্গানা সরকার বিধায়কের এই দাবি মেনে নেয় কিনা, সে দিকেই এখন থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!