এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের পর খুশি মুখ্যমন্ত্রী- বাড়লো দক্ষ শ্রমিকদের বেতন

পঞ্চায়েতের পর খুশি মুখ্যমন্ত্রী- বাড়লো দক্ষ শ্রমিকদের বেতন

‘শহুরে রোজগার যোজনা’ অধীনে থাকা এ রাজ্যের দক্ষ শ্রমিকরা খুশির জোয়ার ভাসছেন মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়ের এক ঘোষণার জেরে। ঘোষণায় জানানো হয় যে ৪৪% হারে মজুরি বৃদ্ধি পাচ্ছে তাঁদের। এবং এটা কার্যকর হবে এপ্রিল মাস থেকেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে এটি ১০০ দিনের কাজ বলেই বেশি পরিচিত। সাধারণ মজদুর,সুপারভাইজার এববং স্কিকড লেবার বা দক্ষ শ্রমিক এই তিনটে ধাপে ভাগ করা হয়েছে এই যোজনার সঙ্গে যুক্ত কর্মীদের।জানা যাচ্ছে মার্চে হওয়া পুরসভার বাজেট অধিবেশনের জবাবি ভাষণে মেয়র শোভন বাবু, সুপারভাইজার এবং সাধারণ মজদুরদের বেতন ৪৪% বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তার ফলে সাধারণ মজদুরদের পারিশ্রমিক দৈনিক ১০০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ১৪৪ টাকা। এবং সুপারভাইজারদের বেতন ১২০ টাকা থেকে বেড়ে হয় ১৭২ টাকা। কিন্তু দক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা ওই নির্দেশিকায় উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হয়ে পড়ে তাঁরা। পরে এদিন একই অনুপাতে দক্ষ শ্রমিকদেরও বেতন বাড়ালে তাঁদের অসন্তোষ কমেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!