“পশ্চিমবঙ্গে দেশবিরোধী কাজ হয়েছে” ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু! তৃণমূল রাজনীতি June 21, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নুপুর শর্মার মন্তব্য থেকে শুরু করে অগ্নিপথ নিয়ে বিতর্ক, বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গে ব্যাপক হিংসার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিংসার ঘটনাকে হাতিয়ার করে রাজ্যকে কটাক্ষ করছে বিরোধীরা। আর এবার গোটা ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে পশ্চিমবঙ্গে দেশ বিরোধী কাজ করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “নুপুর শর্মা ইস্যু নিয়ে চারদিন ধরে যা করা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সব জিনিস এই ভাবে দেশ বিরোধী কাজ করা যায় না। না বুঝে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ নিয়ে প্রধানমন্ত্রীকে এবং দেশকে অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে। যা কোনো দেশে হয় না। শুধুমাত্র ভারতবর্ষে হয়।” স্বভাবতই এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত রাজ্যে ঘটে চলা একের পর এক হিংসার ঘটনায় নবান্নকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -