এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিএসির বৈঠকে উপস্থিত না থেকে জল্পনা বাড়িয়ে দিলেন মুকুল রায়, পেছনের কারণ নিয়ে কৌতুহল বাড়ছে

পিএসির বৈঠকে উপস্থিত না থেকে জল্পনা বাড়িয়ে দিলেন মুকুল রায়, পেছনের কারণ নিয়ে কৌতুহল বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিককালে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে রীতিমতো উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। দীর্ঘদিন পর পুরনো দলে ফিরে এসেছেন একসময়ের তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। কার্যত মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে আসার পর থেকেই মুকুল নামক কাঁটাকে একেবারে উপড়ে ফেলতে গেরুয়া শিবির তৎপর হয়েছে। কিন্তু তার মধ্যেই মুকুল রায় খাতায়-কলমে বিজেপি বিধায়ক রয়ে গেছেন এখনো। আর সেই যুক্তিতেই তিনি হয়ে গেলেন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। কিনু এই সিদ্ধান্ত মানতে পারেনি গেরুয়া শিবির।

কার্যত এই ঘটনার প্রতিবাদে বিধানসভায় বিজেপির বিধায়করা যেসব কমিটির চেয়ারম্যান ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে সেইসব চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তাঁরা। আজকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠক ছিল। কিন্তু এই বৈঠকে যেমন শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়করা ছিলেন না, ঠিক তেমনি অনুপস্থিত ছিলেন পিএসির চেয়ারম্যান মুকুল রায়ও। আর সেখান থেকে প্রশ্ন উঠছে, মুকুল রায় কি বিজেপি নামক অস্বস্তিকে এড়াতে বৈঠকে এলেন না? বিশেষ করে শুভেন্দু অধিকারীকে এড়িয়ে যাওয়াই মুকুলের মূল লক্ষ্য বলে ধরে নেওয়া হচ্ছে। এই নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়কে নিয়ে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। ইতিমধ্যেই তাঁর বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে নিত্য যাতায়াত চলছে শুভেন্দু অধিকারীর। এমনকি দলত্যাগ বিরোধী আইনের সাহায্যে মুকুলের বিধায়ক পদ যাতে খারিজ করা যায় তার জন্য মামলা পর্যন্ত করা হয়েছে বিরোধী দলনেতার পক্ষ থেকে। এই অবস্থায় মুকুল রায় পিএসির প্রথম বৈঠকে যোগ দিলে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হত বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আর সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, সব জেনে বুঝেই কি মুকুল রায় পিএসির প্রথম বৈঠক এড়িয়ে গেলেন? তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মুকুল রায় এই কদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি ছিলেন। আজকেই তিনি দিল্লি থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরেছেন। তবে তিনি যখন ফিরেছেন, তখন পিএসির বৈঠকের সময় উত্তীর্ণ হয়ে গেছে। তবে মুকুল রায়ের পক্ষে যাই বলা হোক না কেন, পিএসির বৈঠকে অনুপস্থিতি কার্যত মুকুল রায়কে নিয়ে প্রশ্ন তুলে দিল। এই প্রশ্নের উত্তরে মুকুল রায় আগামী দিনে পিএসির বৈঠকে উপস্থিত থেকে জবাব দেন কিনা, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!