এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিএসির সদস্য পদে মনোনয়ন জমা মুকুল রায়ের, চড়ছে রাজনৈতিক পারদ তৃণমূল ও বিজেপির মধ্যে

পিএসির সদস্য পদে মনোনয়ন জমা মুকুল রায়ের, চড়ছে রাজনৈতিক পারদ তৃণমূল ও বিজেপির মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মনোনয়ন জমা নিয়ে। নতুন সরকার আসার পর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন হবে। আর তাই নিয়ে চলছে তীব্র চাপানউতোর। নিয়ম অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী নেতাকে নিযুক্ত করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ রাজনৈতিক মহলের। আর এই সন্দেহ যে অমূলক নয়, একথা প্রমাণিত হয়ে গেল আজকে। বিধানসভায় আজ পিএসির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিলেন মুকুল রায়। আর তাই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনার পারদ।

প্রসঙ্গত মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু দলত্যাগ করে তিনি এখন তৃণমূলে চলে এসেছেন। পাশাপাশি শুভেন্দু মরিয়া হয়ে উঠেছে মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করার জন্য। এই অবস্থায় মুকুল রায়ের মনোনয়নপত্র জমা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কোন্দল। আজকে বিজেপির তরফ থেকেও পিএসির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন অশোক লাহিড়ী, শুভেন্দু অধিকারী, বিবেকানন্দ বাউরী, অম্বিকা রায়, বঙ্কিম ঘোষ এবং নিখিলনরঞ্জন দে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও 13 জনের নাম জমা হয়েছে। পিএসির মোট সদস্য সংখ্যা হল 20। সেখানে বিজেপি এবং তৃণমূল মিলিয়ে 19 জন এবং মুকুল রায় এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তাঁরা পিএসির চেয়ারম্যান হিসেবে অশোক লাহিড়ীকে চাইছেন। অন্যদিকে মুকুল রায় সদস্যপদে মনোনয়নপত্র জমা দিলেও তৃণমূল যে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হিসেবে চাইছে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যেহেতু তাই জমা পড়েছে। পিএসির চেয়ারম্যান পদে কে আসবেন তা আলোচনা সাপেক্ষ। তবে যা হবে, সেটা বিধানসভার নিয়ম এবং স্পিকারের অধিকারের ভিত্তিতে হবে বলে তিনি জানান। নিয়মমাফিক পিএসির চেয়ারম্যান পদটি বিরোধীদের পাওয়ার কথা হলেও এর ব্যতিক্রম দেখা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে সময় কংগ্রেসের বিধায়ক হয়েও মানস ভুঁইয়া যোগ দিয়েছিলেন তৃণমূলে। তারপর তাঁকে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। এরপর অবশ্য মানস ভুঁইয়া রাজ্যসভার সংসদ হয়ে যান এবং পিএসির চেয়ারম্যান করা হয় শংকর সিংহকে। দেখা গেছে, তিনিও 2016 এ বাম কংগ্রেস জোটে জিতে তৃণমূলে সামিল হয়েছিলেন। ঠিক একইভাবে মুকুল রায়ও বিজেপির বিধায়ক থাকা অবস্থায় যোগ দিয়েছেন তৃনমূলে। আর তাই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ট্রেন্ড ফলো করলে এবার মুকুল রায়েরই পিএসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেশী বাকিদের থেকে। অন্যদিকে গেরুয়া শিবিরের একাংশের দাবি, পিএসির চেয়ারম্যান হওয়া মানে সরকারি হিসেব নিকেষ আতস কাঁচের তলায় ফেলা।

সেক্ষেত্রে মুকুল রায় যদি এই কমিটির চেয়ারম্যান হন, তাহলে কার্যত এই কমিটিকে নিষ্ক্রিয় করে রাখার সরকারি চক্রান্ত। তবে গেরুয়া শিবিরের একাংশের মতে, যদি সাংবিধানিক রীতি না মেনে অশোক লাহিড়ীর বদলে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা হয়, তাহলে বাকি আর কোন কমিটিতে গেরুয়া শিবিরের কোন প্রতিনিধি নাম দেবেন না। সব মিলিয়ে পিএসির চেয়ারম্যান পদে কে আসবেন, তা নিয়ে এখন টানটান উত্তেজনা বাংলার রাজনীতিতে। তবে বিশেষজ্ঞদের মতে, এখন সবটা নির্ভর করছে বিধানসভার অধ্যক্ষের ওপর। তাই তিনি কি সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন কড়া নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!