এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদ্মবন আজ মুকুলবিহীন, তীব্র প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের হেভিওয়েটদের

পদ্মবন আজ মুকুলবিহীন, তীব্র প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের হেভিওয়েটদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য জাগিয়ে গতকাল বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। 2017 সালের পর 2021 এ মুকুল রায়ের ঘরওয়াপসি হল। বস্তুতঃ কিছুদিন ধরেই মুকুল রায়কে গেরুয়া শিবিরে বেসুরো হতে দেখা যায়। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই মুকুল রায় নিশ্চুপ হয়ে যান। মুকুলের সাথেই তাঁর ছেলেও বেসুরো হয়েছিলেন। যদিও মুকুলকে শান্ত করতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অনেকেই চেষ্টা করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রীও মুকুলকে ফোন করে তাঁর স্ত্রীর খোঁজখবর নিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু এত কিছু করেও মুকুলকে আটকানো গেলনা। আর এই নিয়ে ক্ষোভ ঝরে পড়ছে অধিকাংশ বিজেপি নেতাদের গলায়।

শেষ পর্যন্ত মুকুল বিজেপি থেকে তৃণমূলে গিয়ে রাজনৈতিক ফুল বদল করলেন। অন্যদিকে মুকুল রায়ের দলবদল নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে শুরু হয়েছে তীব্র অস্বস্তি। বেশ কিছু নেতা মুকুল প্রসঙ্গ এড়িয়ে গেলেও অনেকেই আবার কড়া প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির এভাবে ঘরে ঘর ছেড়ে চলে যাওয়া গেরুয়া শিবিরের অনেক নেতাই মেনে নিতে পারছেন না। এ প্রসঙ্গে এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রতিক্রিয়া দিয়েছেন এবং সেখানেই তিনি তৃণমূলের নেতা-মন্ত্রীদের গভীর জলের মাছ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কে ব্যাডমিন্টনের শাটলের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথা অনুযায়ী মুকুল রায়ের আত্মসম্মানের ব্যাপারটি নিয়ে বাবুল তীব্র কটাক্ষে বিঁধেছেন।

একইসাথে নাম না করে মুকুলের বয়সের ব্যাপারটি নিয়েও মন্তব্য করেছেন বাবুল। বাবুল সুপ্রিয়র মতে দলবদলকারী মুকুল রায়দের মতন নেতাদের জন্যই রাজনীতিতে মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। প্রায় চার বছরের বিচ্ছেদের পর অবশেষে তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। গত কয়েকদিন যাবত যেভাবে গেরুয়া শিবিরের ভাঙনের কথা শোনা যাচ্ছিল, সেই ভাঙনের সূত্রপাত হল বেশ বড় আকারে। মুকুল রায়ের মতন গেরুয়া শিবিরের সর্বভারতীয় নেতা যেভাবে দল ভাঙলেন, তা নিয়ে সরব গেরুয়া শিবিরের অধিকাংশ নেতারা। মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ পর্যন্ত মুকুল রায়কে তীব্রভাবে আক্রমণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে তিনি আক্ষেপ করেছেন একসময় তিনি মুকুল রায়কে চাণক্যর স্থানে বসিয়েছিলেন, আর তাই নিয়ে প্রায়শ্চিত্তের কথাও বলেন তিনি। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিংবা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, মুকুল রায় চলে গেলেও তা নিয়ে দলের কিছু যাবে আসবেনা। কারণ বিজেপি ব্যক্তিনির্ভর দল নয় বলেই তাঁরা দাবি করেছেন। আর এবার প্রায় একইভাবে বাবুল সুপ্রিয় মুকুল রায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন।

তবে মুকুল রায়কে পাশাপাশি তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত রাজনৈতিক শিবিরের অনেকেই মনে করছেন, 2024 এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে জাতীয় রাজনীতিতে তৃণমূলকে ক্রমশ শক্তিশালী করার পথে তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে গেরুয়া শিবিরে বড়োসড়ো ভাঙন ধরিয়ে তৃণমূল যে কিছুটা এগিয়ে গেল সে কথা বলাইবাহুল্য। আপাতত গেরুয়া শিবিরে গুঞ্জন, মুকুল অনুগামী আরো অনেকেই দল ছাড়তে পারেন। আপাতত তাঁদের আটকানোই এখন গেরুয়া শিবিরের কাছে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!