এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “পদ্মফুল জলে ডুবে গেছে, বাংলার মেয়েকেই ভোটে জেতাতে হবে” – বিস্ফোরক অভিষেক

“পদ্মফুল জলে ডুবে গেছে, বাংলার মেয়েকেই ভোটে জেতাতে হবে” – বিস্ফোরক অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাব ময়দানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে একদিকে যেমন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন, অন্যদিকে তেমনি একহাত নিলেন প্রধান বিরোধী দল বিজেপিকে।

নাগরাকাটার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, বাংলার মেয়েকে নির্বাচনে জয়লাভ করাতে হবে। জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, পাঁচ বছরে অমিত শাহ, রাজনাথ সিং প্রমুখদের কবার দেখেছেন তাঁরা? তিনি অভিযোগ করলেন, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। এরপরও তাঁরা সোনার বাংলা গড়ার পরিকল্পনা করছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন যে, পদ্মফুল জলে ডুবে গেছে। জনগণের উদ্দেশে তিনি বলেন যে, বিজেপি টাকা দিলে সে টাকা নিয়ে নিতে, কিন্তু ভোট তৃণমূলকেই দিতে।

নাগরাকাটার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে, উন্নয়নের নাম করে দেশকে লুঠ করছে বিজেপি। বিজেপির উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, আচ্ছে দিন কবে আসবে? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া ১৫ লক্ষ টাকা পাওয়া যাবে কবে? তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম প্রতিশ্রুতি পালন করেছেন। বিজেপিকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, ” নাগরাকাটার গর্জন শুনে যাও বিজেপি। আমাকে চমকে ধমকে কোনও লাভ নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির প্রতি অভিযোগ করে তিনি জানালেন যে, বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বিজেপি বেচে দিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে ক্রমাগত। উন্নয়নের নামে দেশকে লুঠ করে নিচ্ছে বিজেপি। এরপর দলত্যাগীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে জানালেন যে, তাঁরা করলে সাধু, তিনি করলে চোর। পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে। এতে দলের কোনো ক্ষতি হয়নি। তিনি জানালেন, চোরেরা দল ছেড়েছে বলে বাঁচা গেছে।

নাগরাকাটার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, মা দুর্গাকে, মহিলাদের যারা সম্মান করে না, বাংলা তাদের চায়না। বিজেপির উদ্দেশ্যে তিনি জানালেন যে, আগে সোনার দেশ বানাক, তারপরে তারা বাংলার কথা ভাবুক। বিজেপির উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি? আগে সেই প্রশ্নের উত্তর দিক বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!