এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পদ্ম ঝড়ে টালমাটাল দূর্গ! হেভিওয়েট তৃণমূলী মন্ত্রী শহর ছেড়ে গ্রামে এসে ঘাঁটি গাড়লেন!

পদ্ম ঝড়ে টালমাটাল দূর্গ! হেভিওয়েট তৃণমূলী মন্ত্রী শহর ছেড়ে গ্রামে এসে ঘাঁটি গাড়লেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গে ক্রমশ বাড়ছে বিজেপির দাপট। গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম- ফুলবাড়ী কেন্দ্র থেকে ভালরকম ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটা তৃণমূলকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যায় এই কেন্দ্রে। এ কারণে আগামী বিধানসভা নির্বাচনে নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম- ফুলবাড়িকে ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাই, শিলিগুড়ি ছেড়ে দিয়ে এখানে তিনি একটি বাড়ি ভাড়া নিলেন। এর সঙ্গে সঙ্গেই উন্নয়ন ও প্রচারের কর্মসূচি গ্রহণ করলেন তিনি।

গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছিল বিজেপি। ৮৬ হাজার ভোটে বিজেপি তৃণমূলকে পেছনে ফেলে দিয়েছিল। সম্প্রতি এই বিধানসভা কেন্দ্রে বিজেপির দাপট যথেষ্ট বেড়েছে। একারণে পর্যটন মন্ত্রী গৌতম দেব গ্রহণ করেছেন একাধিক পরিকল্পনা। আবার, আগামী বিধানসভা নির্বাচনে পর্যটন মন্ত্রীকে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাঁকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনের দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে।

গত ২৯ সে জানুয়ারি তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানালেন যে, কয়েকটি জেলার সাংগঠনিক কার্যকলাপ দেখাশোনার বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে। উত্তর দিনাজপুর জেলা থেকে এই কাজটি শুরু করতে চলেছেন তিনি খুব শীঘ্রই। আবার, লোকসভা ভোটের পর থেকেই ডাবগ্রাম- ফুলবাড়ীতে বারবার জনসংযোগ সহ একাধিক কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দেখেছেন পর্যটনমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিদিকে বলো, বঙ্গধ্বনি যাত্রা সহ একাধিক কর্মসূচি পালন করেছেন। দুর্গাপূজা, কালীপূজার মতো সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছেন। বারবার গেছেন এলাকাবাসীর পাশে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তদারকি করছেন। আর এবারে তিনি শিলিগুড়ি ছেড়ে এখানেই বাড়ি ভাড়া করে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন যে, ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের শান্তিনগরে একটি বাড়ি থেকে ভাড়া নিয়েছেন তিনি। কিছুদিন পর থেকে সেই বাড়িতে তিনি থাকবেন।

এখান থেকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করবেন। ফের মানুষের কাছে চলো কর্মসূচি গ্রহণ করে গ্রামবাসীদের বাড়িতে রাত কাটাবেন। এই কর্মসূচি ২০১২ সালে তিনি পালন করেছিলেন। এরপর দিদিকে বল কর্মসূচি পালন করেছেন তিনি। তিনি জানিয়েছেন যে, এই কর্মসূচি গুলোর মাধ্যমে অনেক মানুষের পাশে এসে দাড়াতে পেরেছেন। তাই, আবার এই কর্মসূচিগুলি পালনের তিনি সিদ্ধান্ত নিলেন। মন্ত্রী জানালেন যে, তার বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে।

তিনি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ১৩ কোটি ২০ লক্ষ অর্থ বরাদ্দ করা হয়েছে। ২১ টি প্রকল্পের কাজ করা হয়েছে। পুর দপ্তর থেকে আরো ৫০ টি প্রকল্পের অনুমোদন এসেছে, যার মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন,কালভার্ট ইত্যাদি। ১০ টি প্রকল্পের টেন্ডার ডাকা হয়ে গেছে। অনেকে মনে করছেন যে, ডাবগ্রাম- ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে বিজেপির ক্রমশ শক্তি বৃদ্ধি চিন্তিত করেছে পর্যটন মন্ত্রীকে। এজন্যই তিনি একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে উন্নয়ন, গ্রামে রাত্রি যাপনের মত বিষয়গুলি। তবে, তৃণমূলের বক্তব্য, শুধু ভোটের সময় নয় শীত, গ্রীষ্ম, বর্ষা ১২ মাস সক্রিয় থাকেন মন্ত্রী। বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পর্যটন মন্ত্রী বাড়ি ভাড়া নিয়ে এখানে থাকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!